এমবাপেকে পিএসজির ছাড়ার পরামর্শ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৮ এএম, ০৭ জুলাই ২০২১
এমবাপেকে পিএসজির ছাড়ার পরামর্শ

ফুটবলে ব্যালন ডি'অরের রয়েছে বিশেষ মর্যাদা। অনেক ফুটবলারই মুখিয়ে থাকেন এই খেতাব অর্জনের জন্য। মেসি, রোনালদো, নেইমারের মতো ব্যালন ডি'অর জিততে চান ফরাসি তারকা এমবাপেও। সাবেক পিএসজি তারকা ফুটবলার নিকোলাস আনেলকা মনে করেন, নিজেকে সেরা প্রমাণ করার জন্য এমবাপের উচিত স্বদেশী পিএসজি ত্যাগ করা।

ফিফা বর্ষসেরা হওয়ার আশায়ই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন ব্রাজিল সুপারস্টার নেইমার। কারণ বার্সায় তিনি নাকি মেসির ছায়ায় ঢাকা পড়েছিলেন। কিন্তু চার বছর হয়ে গেলেও নেইমারের বর্ষসেরা হওয়া হয়নি। আনেলকা মনে করেন, এমবাপের উচিত আরও কঠিন লিগে খেলে নিজের যোগ্যতার প্রমাণ করা।

সাবেক পিএসজি খেলোয়াড় আনেলকা এমবাপের প্রসঙ্গে বলেন, 'আপনি যদি খেলোয়াড় হিসেবে সেরা পুরস্কারগুলো জিততে চান, তাহলে আপনাকে কোনো না কোনো সময় পিএসজি ছাড়তেই হবে। দিনশেষে মানুষ বাইরের লিগে খেলে কী করেছেন, সেটাই দেখতে চাইবে। আমার মনে হয়, সেরা লিগ ইংল্যান্ডে।'

আনেলকা মনে করেন ফরাসি লিগে যতই ভালো খেলুক না কেনো এমবাপের যোগ্যতা নিয়ে সমালোচকরা প্রশ্ন তুলবেই। আর সেজন্যই ইংলিশ লিগ কিংবা স্প্যানিশ লিগে এমবাপের খেলা উচিত। কঠিন লিগে ভালো করতে পারলে এমবাপের জন্য ব্যালন ডি'অর জয়ের সম্ভাবনা বেশি থাকবে বলে মনে করেন তিনি।

আনেলকা বলেন, 'প্যারিসে যা করা যায়, সব ভালো। কিন্তু তারপরও কেউ না কেউ থাকবেই, যে এসে বলবে, "হ্যাঁ, আপনি ভালো খেলছেন ঠিকই, কিন্তু ওটা তো ফরাসি লিগ। আর সেরা লিগের খেলাগুলো ইংল্যান্ড আর স্পেনে হয়ে থাকে। অর্থাৎ আপনি সেরা লিগে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলছেন না।" ফরাসি লিগ সহজ কোনো লিগ নয়, আমাকে ভুল বুঝবেন না।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ফাইনালে ওঠে ড্রেসিংরুমে নেইমারদের পার্টি (ভিডিও)

ফাইনালে ওঠে ড্রেসিংরুমে নেইমারদের পার্টি (ভিডিও)

ফাইনালে আর্জেন্টিনাকে চান নেইমার

ফাইনালে আর্জেন্টিনাকে চান নেইমার

ফেসবুক নয়, টিভিতে দেখা যাবে লা লিগা

ফেসবুক নয়, টিভিতে দেখা যাবে লা লিগা

শেষ দিনে স্বাগতিক হতে আবেদন করলো বসুন্ধরা

শেষ দিনে স্বাগতিক হতে আবেদন করলো বসুন্ধরা