আবারও টিভি পর্দায় ফিরছে লা লিগা। সর্বশেষ তিন মৌসুমে উপমহাদেশের দর্শকদের জন্য টিভি পর্দায় লা লিগা দেখার সুযোগ ছিল না। ২০১৮-১৯ মৌসুম থেকে উপমহাদেশের জন্য ফেসবুকের মাধ্যমে সম্প্রচার শুরু করেছিল লা লিগা। তবে এবার থেকে মোবাইল স্ক্রীনে নয়, লা লিগা দেখা যাবে টিভি পর্দায়।
চলতি বছরের মার্চে লা লিগার সাথে চুক্তি নবায়ন না করার ঘোষণা দিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। এরপর থেকেই দক্ষিণ এশিয়ার আট দেশের জন্য সম্প্রচার স্বত্ত্ব বিক্রি করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলো লা লিগা। শেষ পর্যন্ত সম্প্রচার স্বত্ত্ব কিনে নিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ভিয়াকম এইটিন।
ভিয়াকমের তৈরি করা নতুন চ্যানেল এমটিভিতে দেখা যাবে লা লিগা। ভিয়াকমের সাথে লা লিগার চুক্তি হচ্ছে তিন বছরের জন্য। রাইজ ওয়ার্ল্ডওয়াইডের মাধ্যমে এ মৌসুম থেকে দক্ষিণ এশিয়ায় শুধু মাত্র এমটিভিতেই দেখা যাবে লা লিগা। এছাড়াও ভারতের মোবাইল স্ট্রিমিং সাইট ভুট এবং জিওতেও দেখা যাবে।
ভিয়াকমের সাথে চুক্তি স্বাক্ষর করার পর লা লিগার নির্বাহী পরিচালক অস্কার মায়ো বলেছেন, ‘ভিয়াকম এইটিনের সঙ্গী হতে পেরে আমরা রোমাঞ্চিত। আশা করি এ চুক্তির ফলে লা লিগার ভারতকেন্দ্রিক সমর্থক আরও বাড়বে। বিশ্বজুড়ে ফুটবলের বিশ্বায়নের সাথে আগাচ্ছি আমরা এবং ভারতও এগিয়ে যাচ্ছে। আশা করছি ভিয়াকমে সুবিধার্থে আমরা তরুণ প্রজন্মের কাছে আরও সহজে পৌঁছাবো আমরা।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]