উত্তেজনা পূর্ণ, অঘটনের জন্ম দিয়ে শেষের দিকে এবারের কোপা আমেরিকা। আর মাত্র চারটি দল রয়েছ, যাদের থেকে এক দলের হাতে উঠবে কোপা আমেরিকার শিরোপা। ব্রাজিল-আর্জেন্টিনা এখনও সেই লড়াইয়ে থাকায় ফুটবল ভক্তদের অনেকেরই আগ্রহের কেন্দ্রবিন্দু এই কোপা আমেরিকা।
এবারের কোপা আমেরিকাতে এখনও ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তা কেবল তখনই সম্ভব হবে যদি দুই দলই নিজেদের সেমিফাইনালে জয় লাভ করে। ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল হবে তা হবে ফুটবল ভক্তদের জন্য দারুণ ব্যাপার।
এবারের কোপ আমেরিকার প্রথম সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিল মাঠে নামবে পেরুর বিপক্ষে। মঙ্গলবার (৬ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় অলিম্পিক স্টেডিয়ামে মাঠে নামবে তারা।
আর দ্বিতীয় সেমিফাইনালে মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। বুধবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় এস্তাদিও ন্যাসিওনাল দি ব্রাসিলিয়ায় স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]