লিওনেল মেসি, ফুটবল বিশ্বের এক বিস্ময়। নিজের ফুটবলীয় দক্ষতা দ্বারা মুগ্ধ করে রাখেন কোটি কোটি ফুটবল ভক্তকে। প্রতিপক্ষের যেন লিওনেল মেসি এক আতংক। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে করেছেন অনেক গোল। ফুটবল বিশ্বের এই প্রতিভা গোল করতে যেমন পটু, তেমনি গোল করাতেও বেশ দক্ষ। ইতিমধ্যেই অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন। এবার নতুন আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি।
মেসি ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত গোল করেছেন ৭৪৮টি। যার ৭.৭৫% গোল তিনি করেছেন সরাসরি ফ্রি কিক থেকে। অন্যদিকে, আরেক আর্জেন্টান সুপারস্টার ম্যারাডোনা তার ৩৫৩ গোলের ক্যারিয়ারের ১৭% গোলই করেছেন ফ্রি কিক থেকে!
ম্যারাডোনা তার পুরো ক্যারিয়ারে ফ্রি কিক থেকে সরাসরি গোল করেন ৬২টি। আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে ম্যারাডোনার পরেই রয়েছে লিওনেল মেসি। ফুটবলের এই জাদুকর এখন পর্যন্ত ৫৮টি গোল করেছেন সরাসরি ফ্রি কিক থেকে। যার ৫০টি বার্সেলোনার জার্সিতে আর বাকি ৮টি গোল তিনি করেছেন নিজের দেশের জার্সি গায়ে।
জাতীয় দলের হয়ে মেসি আরও বেশ ভালো সময়ই খেলবেন বলা চলে। সেই সময়ের মাঝে ফ্রি কিক থেকে আর চারটি গোল করতে পারলে এককভাবে আর্জেন্টিনার হয়ে ফ্রি কিক থেকে সর্বাধিক গোল করার রেকর্ডটি তার হয়ে যাবে। ক্যারিয়ারের এই বয়সেও মেসি যেভাবে খেলে যাচ্ছেন তা অসম্ভব নয়।
ফ্রি কিক থেকে সর্বাধিক গোল করা দশ খেলোয়াড়ের ছয়জনই ব্রাজিলের, দুইজন আর্জেন্টিনার আর একজন ইংল্যান্ড এবং অন্যজন নেদারল্যান্ডের। ৭৭ গোল করে তালিকার সবার উপরে রয়েছে জুনিনহোর নাম। আর ৭০ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান পেলের। ফ্রি কিক থেকে ৬২ গোল করা ম্যারাডোনার অবস্থান তালিকার ছয় নম্বরে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]