ইউরোর মত এবারের কোপা আমেরিকা তেমন উত্তেজনা পূর্ণ না হলেও অবশেষে কোয়ার্টার ফাইনালে এসে দারুণ এক ম্যাচ উপভোগ করলো ফুটবল প্রেমীরা। বল দখলের লড়াইয়ে সমান সমান। আক্রমণেও কেউ কাউকে ছাড় দেয়নি। তবে, টাইব্রেকার ভাগ্য সহায় হয়নি উরুগুয়ের। টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার সেমি ফাইনালে উঠল কলম্বিয়া।
রবিবার (৪ জুলাই) উরুগ্যের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে কলম্বিয়া। নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ড্র থাকলে টাইব্রেকার গড়ায় ম্যাচ। আর সেখানেই কপাল পুড়ে লুইস সুয়ারেজদের।
টাইব্রেকারে কলম্বিয়ার প্রতিটি শট জাল খোঁজে নিলেও উরুগুয়ে তাদের চার শটের দুইটি থেকে কেবল গোল করতে পেরেছে। দুই পেনাল্টি ফিরিয়ে ম্যাচের নায়ক কলম্বিয়ার গোলরক্ষক ওসপিনা।
ম্যাচের শুরুতে ভালো সুযোগ পায় কলম্বিয়া। তবে দ্বাদশ মিনিটে উইরিয়াম তেসিয়োর হেড ক্রসবারের একটু ওপর দিয়ে যায়। ৩৩তম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে উরুগুয়ের মিডফিল্ডার আরাসকায়েতার নেওয়া শটও হয় লক্ষ্যভ্রষ্ট।
৬০তম মিনিটে ভালো পজিশনে বল পেয়ে প্রতিপক্ষের পায়ে মেরে হতাশ করেন উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেস। ৭৩তম মিনিটে কলম্বিয়ার স্ট্রাইকার দুভান জাপাতার জোরালো হেড কোনোমতে পা দিয়ে ঠেকান ফের্নান্দো মুসলেরা।
বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কেউ। পরে টাইব্রেকারে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নদের বিদায় করে উল্লাসে ভাসে কলম্বিয়া।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]