ইউক্রেনকে উড়িয়ে ২৫ বছর পর সেমিতে ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০৪ জুলাই ২০২১
ইউক্রেনকে উড়িয়ে ২৫ বছর পর সেমিতে ইংল্যান্ড

১৯৯৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বশেষ সেমিফাইনাল খেলেছিল ইংল্যান্ড। এরপর সময়ের হিসেবে কেটে গেছে ২৫ বছর। দুই যুগেরও বেশি সময় পর আবারও ইউরোর সেমিতে পা রাখলো ইংল্যান্ড। হ্যারি কেনের জোড়া গোলে ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে দিতে সেমিফাইনালে উঠে সাউথগেইটের শিষ্যরা।

শনিবার (৩ জুলাই) ম্যাচের শুরুতেই ইংল্যান্ডকে লিড এনে দেন দলটির ফরোয়ার্ড হ্যারি কেন। বাম দিক থেকে রহিম স্টার্লিংয়ের নিখুঁত পাস থেকে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করে ম্যাচের পঞ্চম মিনিটেই দলকে এগিয়ে দেন তিনি। ম্যাচের ৩২ মিনিটে আরেকটি দুর্দান্ত আক্রমণ করে ইংল্যান্ড।

ডেকলেন রাইসের নেয়া শটটি ঠেকাতে অবশ্য খুব একটা বেগ পেতে হয়নি ইউক্রেন গোলরক্ষককে। প্রথমার্ধে আর কোন গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ড।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় ইংল্যান্ড। লুক শর ফ্রি কিক থেকে ম্যাগুয়ারো গোল করে ইংল্যান্ডকে দুই গোলের লিড এনে দেয়। ম্যাচের ৫০ মিনিটেই দলের তৃতীয় এবং নিজের গোলটি করেন হ্যারি কেন। লুক শর ক্রস থেকে মাথা ছুঁইয়ে দলকে ৩-০ গোলে এগিয়ে নেন হ্যারি কেইন।

ম্যাচের ৬৩ মিনিটে ইউক্রেনের জালে শেষ পেরেকটি দেন বদলি হিসেবে নামা হেন্ডারসন। মেসন মাউন্টের কর্নার থেকে ইউক্রেনের জালে বল পাঠিয়ে দলের চতুর্থ গোল করার পাশাপাশি নিজের ক্যারিয়ারের প্রথম গোলটিও করেন হেন্ডারসন। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে ৪-০ গোলের জয় নিয়েই সেমিতে পা রাখে ইংল্যান্ড।

বুধবার (৭ জুলাই) সেমিফাইনালে ডেনমার্কের বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড। চেক রিপাবলিককে হারিয়ে সেমিতে উঠেছিল ড্যানিশরা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ম্যাচটি।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

হ্যারি কেন'কে পেতে জেসুসকে ছাড়তেও রাজি গার্দিওয়ালা

হ্যারি কেন'কে পেতে জেসুসকে ছাড়তেও রাজি গার্দিওয়ালা

রিপাবলিককে বিদায় করে ইউরোর সেমিতে ডেনমার্ক

রিপাবলিককে বিদায় করে ইউরোর সেমিতে ডেনমার্ক

দারুণ লড়েও টাইব্রেকারে হারলো দশজনের প্যারাগুয়ে

দারুণ লড়েও টাইব্রেকারে হারলো দশজনের প্যারাগুয়ে

সুইসদের দারুণ লড়াই, শেষ হাসি স্পেনের

সুইসদের দারুণ লড়াই, শেষ হাসি স্পেনের