ইউরো ২০২০ আসরে কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিককে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ডেনমার্ক। ম্যাচে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যাওয়া ডেনমার্কে বিপক্ষে দ্বিতীয়ার্ধে ব্যবধান কমালেও পেতে উঠতে পারেনি রিপাবলিক।
শনিবার (৩ জুলাই) বাংলাদেশ সময় রাতে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চেক রিপাবলিক এবং ডেনমার্ক। প্রাথমার্ধেই ডেনমার্কের পক্ষে টমাস ডেলানি ও কাসপের ডলবার্গ দুটি গোল করেন। দ্বিতীয়ার্ধে রিপাবলিকের পক্ষে গোলের ব্যবধান কমান প্যাট্রিক শিক।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ডেনমার্ক। জমে উঠার আগেই ম্যাচের পঞ্চম মিনিটে দলকে এগিয়ে দেন টমাস ডেলানি। ডান দিক থেকে নেওয়া স্ট্রাইগার লারসেনের কর্নার থেকে ডি বক্সের মাঝ বরাবর বল পেয়ে নীচু হেডে গোল আদায় করেন তিনি।
বিরতিতে যাওয়ার ৩ মিনিট আগে দ্বিতীয় গোলের দেখা পায় ডেনমার্ক। ম্যাচের ৪২ মিনিটে বাঁ দিক থেকে জোয়াকিম মাহলের উঁচু পাস ডি বক্সে পেয়ে ডলবার্গ বল জালে পাঠিয়ে দেন। ফলে বিরতিতে যাওয়ার আগেই ২-০ গোলে এগিয়ে যায় ডাচরা।
অবশ্য এর আগেই আরও গোল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তাদের। ম্যাচের ১৭তম মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন ডেলানি। তবে ক্রসবারের বাইরে দিয়ে বল মারায় গোল পাননি ড্যানিশ মিডফিল্ডার।
দুই গোলে পিছিয়ে থাকা রিপাবলিক দ্বিতীয়ার্ধে শুরুতেই ঘুরে দাঁড়ায়। ৪৯তম মিনিটে ডান পায়ের অসাধারণ ভলিতে গোল আদায় করেন প্যাট্রিক শিক। এর ফলে আসরে পাঁচ ম্যাচে শিকের গোল সংখ্যা দাঁড়ায় পাঁচটিতে।
গোলের ব্যবধান ২-১ করে আক্রমণের গতি বাড়ায় রিপাবলিক। তবে শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে দারুণ খেলেও হার এড়াতে পারেনি তারা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]