ইতালিকে উড়িয়ে দিলো মেসিবিহীন আর্জেন্টিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৫ এএম, ২৪ মার্চ ২০১৮
ইতালিকে উড়িয়ে দিলো মেসিবিহীন আর্জেন্টিনা

দলে ছিলেন না লিওনেল মেসি। তাতে কী? সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াইটা ঠিকই হলো। তবে পারলো না চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালি। জিতলো আর্জেন্টিনাই। ইতালিকে ২-০ গোলে হারিয়ে দিলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে না পারলেও পারফরম্যান্সে এতটুকু ঘাটতি আসেনি বুফনের দলের। আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত খেললেও গোরের দেখা পায়নি দলটি। অন্যদিকে বদলি হিসেবে নেমেই দুর্দান্ত এক গোল করেন সেভিয়ার ফুটবলার এভার বানেগা। অন্য গোলটি করেন লানজিনি। তবে ইতালির বিপক্ষে আজকের ম্যাচে ছিলেন না লিওনেল মেসি।

ম্যাচের আগেই বড় ধাক্কাটা খায় আর্জেন্টিনা। দলের প্রধান খেলোয়াড় লিওনেল মেসি উরুর চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে যান। তাই মেসিকে ছাড়াই একাদশ সাজাতে বাধ্য হন আর্জেন্টাইন কোচ। লো সেলসো, ডি মারিয়া, হিগুয়াইন, লানজিনিদের নিয়ে গড়া আক্রমণভাগ প্রথমার্ধে ভালোই পরীক্ষা নিয়েছে বুফনের।

প্রথমার্ধের প্রথম ৩০ মিনিট নির্জীব থাকার পর শেষের দিকে ছন্দ খুঁজে পায় আর্জেন্টিনা। ৪৩ মিনিটে তাগলিয়াফিকোর দুর্দান্ত শট রুখে দেন বুফন। এর ঠিক দুই মিনিট পর ডি মারিয়ার অসাধারণ ডিফেন্স চেরা পাসে গোল করতে ব্যর্থ হন হিগুয়াইন। তার শটও রুখে দেন ইতালির দেয়াল বুফন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে ইতালি। ৪৮ মিনিটে ইনসিনিয়ে আর্জেন্টিনার গোলকিপার কাবালেরোকে একা পেয়েও বল গোলবারের বাইরে মারেন। ৬০ মিনিটে আবারও আর্জেন্টিনাকে বাঁচান কাবালেরো। এবার কিরো ইমমোবলের শট রুখে দেন এই চেলসি গোলকিপার। ৬৪ মিনিটে পারেদেসের বদলি হিসেবে মাঠে নামেন বানেগা। এতেই যেন দ্বিতীয়ার্ধের বিবর্ণ খেলা প্রাণ ফিরে পায় দলটি।

৭৬ মিনিটে লো সেলসোর ক্রস থেকে ডি বক্সের বাইরে থেকে অসাধারণ এক গোল করে বুফনকে বোকা বানিয়ে দলকে এগিয়ে দেন এভার বানেগা। ৮৫ মিনিটে আবারও আর্জেন্টিনার গোল। এবার লানজিনি পরাস্ত করেন বুফনকে। বলের যোগানদাতা হিগুয়াইন। দুর্দান্ত এই জয়ে বিশ্বকাপে ভালো করার জ্বালানি পেয়ে গেল আর্জেন্টিনা।



শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমার ছাড়াই রাশিয়ার জালে ব্রাজিলের ৩ গোল

নেইমার ছাড়াই রাশিয়ার জালে ব্রাজিলের ৩ গোল

পিএসজিকে ৪৪ লাখ টাকা জরিমানা

পিএসজিকে ৪৪ লাখ টাকা জরিমানা

নতুন প্রজন্মের সঙ্গী হতে পেরে খুশি বুফন

নতুন প্রজন্মের সঙ্গী হতে পেরে খুশি বুফন

ইউনাইটেড পর্ব শেষে হলিউডে ইব্রাহিমোভিচ

ইউনাইটেড পর্ব শেষে হলিউডে ইব্রাহিমোভিচ