নতুন মৌসুমকে সামনে রেখে ক্লাবগুলো ব্যস্ত সময় পার করছে দলগুছাতে। নিজেদের দুর্বলতা বের করে প্রতিটি ক্লাবই চাচ্ছে ভালো মানের খেলোয়াড় দলে ভিড়িয়ে সেই দুর্বলতা কাটিয়ে উঠতে। গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি দলে পেতে মরিয়া টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড হ্যারি কেন'কে। ইতিমধ্যেই হটস্পারকে লোভনীয় অফারও দিয়েছে সিটি, যদিও তাতে তেমন সাড়া দেয়নি কেন কিংবা তার ক্লাব।
টটেনহ্যাম ছাড়ার ইচ্ছে প্রকাশ করার পর থেকেই ম্যান সিটি তাকে দলে নেয়ার জন্য মুখিয়ে আছে। তবে, টটেনহ্যামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি সরাসরিই জানিয়ে দিয়েছেন হ্যারি কেনকে ছাড়ার কোন ইচ্ছে তাদের নেই।
তবে নাছোড়বান্দা ম্যান সিটি তাকে দলে ভেড়াতে তাদের পাঁচ ফুটবলারের মধ্যে একজনকে 'এক্সচেঞ্জ' করতেও রাজি। রহিম স্টারলিং, রিয়াদ মাহরেজ, গ্যাব্রিয়েল জেসুস, আইমেরিক লাপোরতে এবং সিলভা এই পাঁচ ফুটবলারের মধ্য থেকে হ্যারি কেন'কে দলে ভেড়াতে সিটির ফরোয়ার্ড জেসুসকে ছাড়তেও দ্বিধাবোধ করবে না বলে জানান পেপ গার্দিওয়ালা।
'এক্সচেঞ্জ' ডিলে টটেনহ্যাম রাজি না হলে প্রয়োজনে সাথে আরও অর্থ দিতেও রাজি ম্যানসিটি। এদিকে, জেসুসকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে জুভেন্টাসও। যদি অনেক 'কিন্তু'র উপর নির্ভর করেছে সেই ট্রান্সফার।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]