দারুণ লড়েও টাইব্রেকারে হারলো দশজনের প্যারাগুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৪ এএম, ০৪ জুলাই ২০২১
দারুণ লড়েও টাইব্রেকারে হারলো দশজনের প্যারাগুয়ে

কোপা আমেরিকায় দুর্দান্ত এক ম্যাচই উপহার দিলো প্যারাগুয়ে। ম্যাচে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ম্যাচে সমতায় ফেরায় তারা। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে সেমিফাইনাল স্বপ্ন ভঙ্গ হলো প্যারাগুয়ের। শনিবার (৩ জুলাই) ভোররাতে পেরুর বিপক্ষে পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে হেরে বিদায় নিল তারা। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে পা রাখলো পেরু।

ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল প্যারাগুয়ে। প্যারাগুয়ের গোস্তাবো গোমেজ ম্যাচের একাদশ মিনিটে দলকে লিড এনে দেন। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি প্যারাগুয়ে। জিয়ানলুকা লাপাদুলার জোড়া গোলে প্রথমার্ধেই দুই গোল হজম করে প্যারাগুয়ে।

প্রথমার্ধের শেষদিকে প্যারাগুয়ের গোমেজ লাল কার্ড দেখলে দ্বিতীয়ার্ধে দশ জনের দল নিয়েই মাঠে নামে তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা আনে প্যারাগুয়ে। জুনিয়র অ্যালোনসোর গোলে ২-২ গোলে সমতায় ফেরে তারা। ৮০তম মিনিটে ফের এগিয়ে যায় পেরু। তবে ৯০তম মিনিটে গ্যাব্রিয়েল অ্যাবালস গোল করে আবারও প্যারাগুয়েকে সমতায় ফেরান।

নির্ধারিত সময়ে ৩-৩ গোলে অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে জয় পায় পেরু। দুদলই ৬টি করে শট নেয়। পেরুর পক্ষে টাইব্রেকারে পেনাল্টি মিস করেন সেন্টিয়াগো অরমেনু। অন্যদিকে প্যারাগুয়ের হেক্টর মার্টিনেজ ও সামু মিস করেছেন টাইব্রেকারের পেনাল্টি।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

বেলজিয়ামকে হটিয়ে সেমিফাইনালে ‘অপ্রতিরোধ্য’ ইতালি

বেলজিয়ামকে হটিয়ে সেমিফাইনালে ‘অপ্রতিরোধ্য’ ইতালি

সুইসদের দারুণ লড়াই, শেষ হাসি স্পেনের

সুইসদের দারুণ লড়াই, শেষ হাসি স্পেনের

চিলিকে হারিয়ে সেমিফাইনালে ‌‘দশজনের’ ব্রাজিল

চিলিকে হারিয়ে সেমিফাইনালে ‌‘দশজনের’ ব্রাজিল

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন টনি ক্রুস

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন টনি ক্রুস