সুইসদের দারুণ লড়াই, শেষ হাসি স্পেনের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৮ এএম, ০৪ জুলাই ২০২১
সুইসদের দারুণ লড়াই, শেষ হাসি স্পেনের

ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত খেলেও টাইব্রেকারে পারলো না সুইজারল্যান্ড। লাল কার্ড খেয়ে ১০ জনের দলে পরিণত হওয়া সুইসরা ম্যাচে স্পেনের সাথে বুক চিতিয়ে লড়লেও হেরে যায় টাইব্রেকারে। ফলে কোয়ার্টারেই শেষ সুইসদের স্বপ্নযাত্রা। অন্যদিকে, ইউরোর প্রথম দল হিসেবে সেমিতে পা রাখে স্পেন।

শুক্রবার (২ জুলাই) সেন্ট পিটার্সবার্গে ম্যাচের ৮ মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন। জর্দি আলবার শটে সুইজারল্যান্ডের ডেনিস জাকারিয়ার পায়ে লেগে দিক পরিবর্তন করে বল জড়িয়ে যায় জালে। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লুইস এনরিকের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে স্প্যানিশ রক্ষণভাগের ভুলে ম্যাচে সমতা ফিরিয়ে আনল সুইজারল্যান্ড। গোল করলেন শাকিরি। কিন্তু ৭৭ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। এ সময় সরাসরি লাল কার্ড দেখে বিদায় নেন রেমো ফ্রেউলার। বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় সুইজারল্যান্ড।

নির্ধারিত ৯০ মিনিটের শেষ দিকে একের পর এক আক্রমণ করে গেলেও গোলের দেখা পায়নি স্পেন। সুইস গোলরক্ষক ইয়ান সমার একাই রুখে দেন স্প্যানিশদের সকল প্রচেষ্টা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও স্পেনদের আক্রমণ রুখে দিলে তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম শট পোস্টে লাগে স্পেনের বুসকেটসের। মিস করেন রিদ্রি। কিন্তু সুইস দলের হয়ে তিনজনই টাইব্রেকার মিস করেন। আর তাতে বৃথা গেলো সুইস গোলকিপারের অনবদ্য লড়াই। শেষ শটে মিকেল গোল করলে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে পৌঁছায় আলভারো মোরাতারা।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

বেলজিয়ামকে হটিয়ে সেমিফাইনালে ‘অপ্রতিরোধ্য’ ইতালি

বেলজিয়ামকে হটিয়ে সেমিফাইনালে ‘অপ্রতিরোধ্য’ ইতালি

চিলিকে হারিয়ে সেমিফাইনালে ‌‘দশজনের’ ব্রাজিল

চিলিকে হারিয়ে সেমিফাইনালে ‌‘দশজনের’ ব্রাজিল

বাফুফের এক-তারকা গ্রেডে আরও ২৪ একাডেমি

বাফুফের এক-তারকা গ্রেডে আরও ২৪ একাডেমি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন টনি ক্রুস

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন টনি ক্রুস