তারকা খেলোয়াড় নেইমার না থাকলেও রাশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে দিল ব্রাজিল। ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে একটি করে গোল করেছেন মিরান্ডা, কৌতিনহো ও পাউলিনহো।
ম্যাচে শুরু থেকেই ফেবারিটের মত খেলছে কৌতিনহো-উলিয়ানরা। ৫ মিনিটে গ্যাব্রিয়েল হেসুস প্রতিপক্ষ অফসাইড ফাঁদকে ফাঁকি দিতে পারলেও রুশ গোলকিপারকে পরাস্ত করতে পারেননি। তার শট রুখে দেন আকিনফেভ। সর্বশেষ অক্টোবরে ঘরের মাঠে জয়ের মুখ দেখার পর সাতটি ম্যাচ খেললেও কোন জয়ের দেখা পায়নি পুতিনের দেশ।
২৭ মিনিটে আবারও ব্রাজিলের বাধা হয়ে দাঁড়ান আকিনফেভ। উইলিয়ানের দূরপাল্লার শট কোন রকম কষ্ট ছাড়াই হাতের তালু বন্দি করেন তিনি। গোলের সুযোগ পেয়েছিল রাশিয়াও। ৩৭ মিনিটে রাশিয়ার সমোলভ গোলবারের দশ গজ দূর থেকেও গোলের নিশানা খুঁজে পাননি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া খেলতে থাকে ব্রাজিল। এর ফলও পেয়ে যায় দ্রুত। ৫৩ মিনিটে আলভেসের কর্নার গোল লাইন থেকে রুশ ডিফেন্ডাররা বিপদমুক্ত করলেও শেষ রক্ষা হয়নি। মিরান্ডা ফিরতি বলে গোল করে দলকে ১-০ গোলের লিড এনে দেন। এর কিছুক্ষণ আবারও রুশ দুর্গে আঘাত হানেন বার্সেলোনার ফুটবলার কৌতিনহো। ৬১ মিনিটে পাউলিনহোকে ডিবক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে গোল করে ২-০ গোলের স্বস্তির লিড এনে দেন সাবেক এই লিভারপুল ফুটবলার।
দুই গোলের লিড নিয়েও যেন তিতেবাহিনীর গোলক্ষুধা মিটেনি। ৬৬ মিনিটে আবারও ব্রাজিলের গোল। এবার উইলিয়ানের ক্রসে হেড থেকে গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন পাউলিনহো।
এই নিয়ে ১৯৯৩ সালের পর টানা দুই ম্যাচে ৩ বা এর বেশি গোল হজম করলো রাশিয়া। আগামী ২৮ মার্চ জার্মানির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।