দল হিসেবে যেন দারুণ এক সময় পার করছে ইতালি। টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকা ইতালি যেনো অপ্রতিরোধ্য, দূর্বার। দারুণ ছন্দে থাকা ইতালির কাছে পরাস্ত নাম্বার ওয়ান বেলজিয়ামও। ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পা রাখলো ইতালি। ইতালির কাছে হেরে কোয়ার্টারেই পথচলা থামলো বেলজিয়ামের।
শুক্রবার (২ জুলাই) বেলজিয়ামকে হারানোর মধ্য দিয়ে নয় বছর পর সেমিফাইনালে পা রাখলো রবার্তো মানচিনির দল। এর আগে ২০১২ সালে সেমিফাইনালে উঠা ইতালি ফাইনালও খেলেছিল।
জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল পায় ইতালি। ম্যাচের ১৩ মিনিটে হওয়া সেই গোল অফসাইডের কারণে বাতিল ঘোষণা করা হয়। ম্যাচের ৩৯ মিনিটে নিজেদের প্রথম গোল বের করে নেয় ইতালি।
সেট পিস থেকে মার্কো ভেরাত্তির অ্যাসিস্টে বল পেয়ে বক্সের মধ্যে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ে দারুণ এক গোল করেন ইতালির নিকোলো বারেলা। প্রথম গোলের পাঁচ মিনিট পরেই দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় ইতালি। ম্যাচের ৪৪ মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে নেন ইনসিনিয়ো।
#EURO2020
— Italy (@azzurri) July 2, 2021
⏱️ FT - GET IIIIIIIIIIN!!!!! #BELITA 1⃣-2⃣#ITA #Azzurri #VivoAzzurro pic.twitter.com/IyAxFh162s
ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শটে বেলজিয়ামের গোলরক্ষক কর্তোয়াকে পরাস্ত করেন তিনি। কর্তোয়া বল ফেরাতে চেষ্টা করলেও ইনসিনিয়োর শট এতটাই দুর্দান্ত ছিলো যে তা ফেরাতে ব্যর্থ হন তিনি। প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে গোলের দেখা পায় বেলজিয়াম।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ডি বক্সে জেরেমি ডকুকে ফেলে দেন ইতালির ডি লরেঞ্জো। ভার চেক করে পেনাল্টি দেন রেফারি। সেই পেনাল্টি থেকে নিখুঁত ফিনিশিংয়ে লুকাকু সহজেই করেন লক্ষ্যভেদ। বেলজিয়াম এক গোল শোধ করার পরেও ২-১ গোলে এগিয়েই প্রথমার্ধে মাঠ ছাড়ে ইতালি।
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকা ইতালি দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক খেলে। আর সেই সুযোগে বেলজিয়াম একাধিক আক্রমণ করে। ম্যাচের ৬১ মিনিটে অল্পের জন্য রক্ষা পায় ইতালি। বেলজিয়ামের লুকাকুর শট গোললাইনের সামনে থেকে কোনেরকমে ফিরিয়ে দেন ইতালির লিওনার্দো স্পিনাজ্জোলা ।
৭১ মিনিটে বদলি নামা বেলজিয়ামের নাসের চাদলির ক্রস লাফিয়ে ওঠে একটুর জন্য মাথায় লাগাতে পারেননি লুকাকু, তাকে পার হয়ে বল থরগান হ্যাজার্ডের পায়ের কাছ দিয়ে গেলে তিনিও মিস করেন।
ম্যাচের বাকি সময় বেলজিয়াম গোল করতে ব্যর্থ হলে ২-১ গোলে জয় নিয়েই সেমিফাইনালে পা রাখে রবার্তো মানচিনির শিষ্যরা। সেমিফাইনালে ইতালির প্রতিপক্ষ স্পেন।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]