নতুন মৌসুম শুরুর আগেই কোচ নিয়োগের কাজ শেষ করলো টটেনহাম হটস্পার। আগামী দুই বছরের জন্য স্পার্সদের ডাগ আউটে দাঁড়াবেন নুনো এস্পিরিতো সান্তো। এর আগে প্রিমিয়ার লিগের আরেকদল উলভসের কোচের দায়িত্ব পালন করছিলেন তিনি।
চলতি বছরের মে মাসে উলভসের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন নুনো। ক্লাবটি চার বছর কোচিং করিয়েছিলেন তিনি। চার মৌসুমে ক্লাবকে ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন নুনো। এবার নতুন মিশনে টটেনহামের দায়িত্বে এসেছেন তিনি।
চলতি বছরের এপ্রিলে টটেনহাম থেকে ছাটাই হন 'স্পেশাল ওয়ান' খ্যাত হোসে মরিনহো। মরিনহোকে বিদায় করে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া ২৯ বছর রায়ান মেসনকে। তখন থেকেই স্থায়ী একজন কোচের খোঁজে ছিল টটেনহাম। অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত নুনো এস্পিরিতো সান্তোতেই ভরসা রেখেছে টটেনহাম।
টটেনহামের দায়িত্ব নিয়ে নুনো জানিয়েছেন, ‘টটেনহামে যোগ দেওয়া আমার জন্য সম্মানের বিষয়। আমি এতে খুব খুশি। শিগগিরই কাজ শুরু করতে চাই। আমরা একটি দিনও নষ্ট করতে চাই না।’
নিজের সাবেক ক্লাব উলভসের বিপক্ষে প্রিমিয়ার লিগের শুরুতেই দেখা হচ্ছে নুনোর। চলতি বছরের ২২ আগস্ট প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচেই উলভসের মাঠে নামবে টটেনহাম।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]