শেষ হলো জার্মানির জোয়াকিম লো অধ্যায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩১ এএম, ০১ জুলাই ২০২১
শেষ হলো জার্মানির জোয়াকিম লো অধ্যায়

আগেই ঘোষণা দিয়েছিলেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপই হবে জার্মানদের কোচ হিসেবে তার শেষ মিশন। ১৫ বছরের জার্মান মিশন শেষ করে দায়িত্ব ছাড়লেন জোয়াকিম লো। তবে তার বিদায়কে উল্লাসের রঙে রাঙাতে পারেননি জার্মান ফুটবলাররা।

সেমি ফাইনালে উঠার মিশনে ওয়েম্বলিতে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল জার্মানি। নকআউট পর্বে জার্মানদের বিপক্ষে ইংলিশদের সর্বশেষ জয় ছিল ৫৫ বছর আগে। তাই হয়তো ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ডাগআউটে দাড়িয়ে লো ভাবতে পারেননি এটাই হবে তার শেষ ম্যাচ। শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে ম্যাচ হেরে বিদায় নিয়েছে জার্মানি, সাথে শেষ হলো জার্মানির লো অধ্যায়।

জার্মানদের কোচের দায়িত্ব নিবেন সাবেক বায়ার্ন মিউনিখ ম্যানেজার হ্যান্সি ফ্লিক। ২০০৬ থেকে ২০১৪ সালে পর্যন্ত জোয়াকিম লোর সহকারী হিসেবে কাজ করেছেন তিনি।

এবার ইউরো জয়ের মিশনে মাঠে নেমেছিল জার্মানি। তবে ইংল্যান্ডের কাছে হেরে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিতে হলো জোয়াকিম লোর শিষ্যদের। নিজের এ রকম হতাশাজনক বিদায় নিশ্চয় স্বপ্নেও ভাবেননি তিনি।

জার্মানদের হয়ে কোচিং ক্যারিয়ারে কখনই লোর ইউরো শিরোপা জেতা হয়ে উঠেনি। তবে জার্মানদের এনে দিয়েছেন চতুর্থ বিশ্বকাপ শিরোপা।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের ডিফেন্সের কাছে অসহায় হয়ে পড়েছিল জার্মানির ফরওয়ার্ড লাইন। তবে সেখানেও দুইটি সুযোগ তৈরি করেছিলেন টিমো ওয়ার্নার এবং থমাস মুলার। শেষ পর্যন্ত বল জালে জড়াতে না পারায় স্কোরবোর্ডের নিজেদের নাম তুলতে পারে নি জার্মানি। উল্টো রহিম স্টার্লিং এবং হ্যারি কেনের গোলে ৫৫ বছর পর বড় টুর্নামেন্টের নক আউট পর্বে জার্মানিকে হারায় ইংল্যান্ড।

জার্মানদের হয়ে শেষ ম্যাচ পর জোয়াকিম লো বলেন, ‘এটা অনেক বেশি হতাশার বিষয়। আমরা জয়ের আশা করেছিলাম। আমরা সমর্থকদের আস্থার প্রতিদান দিতে পারিনি। ম্যাচে এ ধরনের সহজ সুযোগ মিস করার পর কিছুই বলার থাকে না।’

দু'টি সহজ সুযোগ মিস করার বিষয়ে জোয়াকিম লো বলেন, ‘ওয়ার্নার এবং মুলার দুইটি সুযোগ মিস করায় মূলত আমাদেরকে ছিটকে যেতে হয়েছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সাউথগেটের মধুর প্রতিশোধ, জার্মানিদের বিদায় করলো ইংলিশরা

সাউথগেটের মধুর প্রতিশোধ, জার্মানিদের বিদায় করলো ইংলিশরা

ইউরোতে ব্যর্থ নেদারল্যান্ড, কোচের পদত্যাগ

ইউরোতে ব্যর্থ নেদারল্যান্ড, কোচের পদত্যাগ

চোখের জল ফেলে বিদায় সেরেনার

চোখের জল ফেলে বিদায় সেরেনার

টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারও সবচেয়ে কম ম্যাচ বাংলাদেশের

টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারও সবচেয়ে কম ম্যাচ বাংলাদেশের