ইউরো চ্যাম্পিয়নশীপে নেদারল্যান্ডসের বিদায়ের পরই এবার দলটির কোচের পদত্যাগ থেকে সরে দাঁড়ালেন ফ্রাঙ্ক ডি বোর। চেক রিপাবলিকের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয় ডাচরা। কোচ বোরের বিষয়টি নিশ্চিত করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)। গত সেপ্টেম্বরে দুই বছরের চুক্তি করলেও তার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
বোরের অধীনে মোট ১৫টি ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস। যার মধ্যে জিতেছে আটটি ম্যাচে। নিজের পদত্যাগের ব্যাপারে বোর বলেন, 'জাতীয় দলের কোচ হিসেবে আমি আর থাকছি না। আমাদের লক্ষ্য পূরণ হয়নি। জাতীয় দলের কোচ হওয়াটা সম্মান এবং গৌরবের। একই সাথে আমি জানতাম যে এটা অনেক কঠিন কাজও।'
বোর আরও বলেন, 'প্রতিনিয়তই আমার উপর চাপ বাড়ছে, যেটা আমার জন্য কাম্য নয়। আমি খেলোয়াড়, সমর্থক সহ সকলকে ধন্যবাদ জানাতে চাই সব কিছুর জন্য।'
এদিকে, ডাচ ফুটবলের নির্বাহী পরিচালক নিকো জান হুগমা জানান, লক্ষ্যপূরণে ব্যর্থ বোর। অন্ততপক্ষে শেষ আটে পৌঁছাতে পারলে বোরের ব্যাপারে অন্য রকম সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে ভাবতো তারা।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]