রোমাঞ্চকর, নাটকীয় ইউরো কাপের শেষ হয়েছে গ্রুপ পর্ব ও শেষ ষোলো। ২৪ দলের টুর্নামেন্ট এ অবশিষ্ট রয়েছে ৮ দল, যেখান থেকে এক দল নিজেদের করে নিবে ইউরোর শিরোপা। শুক্রবার (২ জুলাই) থেকে মাঠে গড়াবে শেষ আটের ম্যাচগুলো। দুই দিনে শেষ হবে কোয়ার্টার ফাইনালের সব ম্যাচ।
নাটকীয়তায় ভরপুর ছিল এবারের ইউরো। অনেক বড় দল যেমন এবারের আসরে বাদ পড়েছে, তেমনি অপেক্ষাকৃত মাঝারি দলগুলোও নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে। গ্রুপ পর্বে এবারের ইউরোতে আলোচনায় ছিল ডেনমার্কের এরিকসেন। এরিকসনের ডেনমার্ক সহ শেষ আটে পা রাখা বাকি দলগুলো হলো বেলজিয়াম, ইতালি, চেক রিপাবলিক, সুইজারল্যান্ড, স্পেন, ইংল্যান্ড ও ইউক্রেন।
Quarter-finals set!
— UEFA EURO 2020 (@EURO2020) June 29, 2021
Sim the knockout rounds & crown your #EURO2020 winner! @GazpromFootball | #EUROPredictor | #EURO2020
কোয়ার্টার ফাইনালের চার জয়ী দলকে নিয়ে আগামী ৬ ও ৭ জুলাই হবে সেমিফাইনালের লড়াই । আর ইউরো কাপের ফাইনাল ম্যাচটি হবে আগামী ১১ জুলাই (রোববার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। ফাইনাল ও দুই সেমিফাইনাল ম্যাচগুলো হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ।
কোয়ার্টার ফাইনাল ১ :
সুইজারল্যান্ড বনাম স্পেন, ২ জুলাই রাত ১০টা
কোয়ার্টার ফাইনাল ২ :
বেলজিয়াম বনাম ইতালি, ২ জুলাই দিবাগত রাত ১টা
কোয়ার্টার ফাইনাল ৩ :
চেক রিপাবলিক বনাম ডেনমার্ক, ৩ জুলাই রাত ১০টা
কোয়ার্টার ফাইনাল ৪ :
ইউক্রেন বনাম ইংল্যান্ড, ৩ জুলাই দিবাগত রাত ১টা
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]