দেখতে দেখতে শেষের পথে কোপা আমেরিকা। আর্জেন্টিনা-বলিভিয়া এবং উরুগুয়ে-প্যারাগুয়ের ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো গ্রুপ পর্বের লড়াই। গ্রুপ 'এ' থেকে বিদায় নিয়েছে বলিভিয়া এবং গ্রুপ 'বি' থেকে বিদায় ঘটেছে ভেনেজুয়েলার। আট দলকে নিয়ে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল।
আট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল হবে নক আউট পর্বে। অর্থাৎ যে দল হারবে তাকেই বিদায় নিতে হবে আসর থেকে। শুক্রবার (২ জুলাই) থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো।
¡ASÍ QUEDARON LOS CUARTOS DE FINAL!
— Copa América (@CopaAmerica) June 29, 2021
Estos serán los cruces de la próxima fase de la CONMEBOL #CopaAmérica
ASSIM FICARAM AS QUARTAS DE FINAL!
Estes serão os cruzamentos da próxima fase da CONMEBOL #CopaAmérica #VibraElContinente #VibraOContinente pic.twitter.com/ooVZWvHY6J
গ্রুপ 'এ' তে চ্যাম্পিয়ন দল হিসেবে আর্জেন্টিনা গ্রুপ পর্ব শেষ করায় তারা কোয়ার্টারে প্রতিপক্ষ হিসেবে পেল গ্রুপ 'বি' এর চতুর্থ দল ইকুয়েডরকে। আর গ্রুপ 'বি' এর শীর্ষ দল ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে গ্রুপ 'এ' এর চতুর্থ দল চিলিকে।
কোয়ার্টার ফাইনালের সময়সূচি:
১। পেরু-প্যারাগুয়ে, ২ জুলাই, রাত ৩টা
২। ব্রাজিল-চিলি, ৩ জুলাই, ভোর ৬টা
৩। উরুগুয়ে-কলম্বিয়া, ৪ জুলাই, ভোর ৪টা
৪। আর্জেন্টিনা-ইকুয়েডর, ৪ জুলাই, সকাল ৭টা
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]