ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লীগ মিশন শেষে এবার যুক্তরাষ্ট্র মাতানোর প্রস্তুতি নিচ্ছেন সুইডিশ তারকা জ্লাটান ইব্রাহিমোভিচ। মেজর সকাল লীগের (এমএলএস) ক্লাব লস এ্যাঞ্জেলস গ্যালাক্সির সঙ্গে চুক্তি করেছেন তিনি। গতকাল মার্কিন গণমাধ্যমের রিপোর্টে একথা জানানো হয়েছে।
দ্যা লস এ্যাঞ্জেলস টাইমস ও স্পোর্টস ইলাস্ট্রাটাটেড পত্রিকায় ইব্রা সম্পর্কে একই সংবাদ ছাপানো হয়েছে। দুই পত্রিকার রিপোর্টেই বলা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের চুক্তি থেকে এই সুইডিশ তারকাকে মুক্তি দেবার পরপরই গ্যালাক্সির সঙ্গে তার একটি চুক্তি সম্পাদিত হয়েছে।
ইলাস্ট্রাটাটেড জানায়, লস এ্যাঞ্জেলস টাইমসে পূর্ণ পাতা বিঞ্জাপন ছাপিয়ে ইব্রাহিমোভিচের ক্যালিফোর্নিয়ায় যোগ দেয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে এমএলএসের ক্লাবটি।
এমএলএসের নিয়ম অনুযায়ী একটি ক্লাব কমপক্ষে তিনজন বিখ্যাত খেলোয়াড়কে কোন ধরনের বেতন সীমা ছাড়াই দলভুক্ত করতে পারবে। ২০০৭ সালে ডেভিড বেকহ্যামকে দলভুক্ত করার সময় এই আইনটি চালু করা হয়েছিল।
তবে যেহেতু গ্যালাক্সিতাদের ২০১৮ মৌসুমের জন্য তিন খেলোয়াড়ের কোটা ইতোমধ্যে পূরণ করে ফেলেছে, তাই ইব্রার বেতন ১.৫ মিলিয়ন ইউরোর মধ্যেই সীমিত রাখা হবে বলে পত্রিকার রিপোর্টে উল্লেখ করা হয়।