নারী ফুটবল লিগ ২০২০-২১ আসরে জয়ের ধারা অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংসের মেয়েরা। গত ম্যাচে কাচিঝুলি মাঠে না আসায় ওয়াকওভার পাওয়া (৩-০ গোলের জয়) বসুন্ধরা কিংসের মেয়েরা আজ জিতেছে ৬-০ গোলের ব্যবধানে। এফসি ব্রাহ্মণবাড়িয়াকে তারা কোন গোল করার সুযোগই দেয়নি।
সোমবার (২৮ জুন) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে কৃষ্ণা এবং স্বপ্না দুজনেই জোড়া গোল করেন। এছাড়া একটি করে গোলে করেন সাবিনা খাতুন এবং সুলতানা।
দেশে লকডাউনের মধ্যেই সকাল ১১টায় শুরু হয় এ ম্যাচ। খেলার মাত্র ৬ মিনিটের মাথায় এগিয়ে যায় বসুন্ধরা কিংস। সুলতানা গোল করে দলকে এগিয়ে দেন। প্রথম গোলের ১২ মিনিট পর দ্বিতীয় গোল পায় বসুন্ধরা কিংস।
ম্যাচের ১৮তম মিনিটে নিজের প্রথম গোল করেন কৃষ্ণা রাণী সরকার। এরপর বিরতিতে যাওয়ার আগে নিজের দ্বিতীয় এবং দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন কৃষ্ণা রাণী।
বিরতিতে থেকে চার মিনিটের মাথায় আবারও গোল পায় বসুন্ধরা কিংস। ম্যাচের ৪৯তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন স্বপ্না। এরপর শেষ দিকে এফসি ব্রাহ্মণবাড়িয়ার জালে আরও দুইবার বল পাঠায় বসুন্ধরা কিংসের মেয়েরা।
ম্যাচের ৮৯তম মিনিটে সুলতানা এবং ৯০+৩ মিনিটে নিজেদের দ্বিতীয় গোলটি করেন স্বপ্না। ফলে নির্ধারতি সময় শেষে ৬-০ গোলের বিশাল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কিংসের মেয়েরা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]