ভালো ছন্দে থাকা ব্রাজিল অবশেষে হোঁচট খেলো। টানা দশ ম্যাচ জয়ের ছন্দে থাকা ব্রাজিল ১১তম ম্যাচে এসে ড্রয়ের দেখা গেলো। কোপা আমেরিকাতে গ্রুপ 'বি' এর ম্যাচে ইকুয়েডরের সাথে ১-১ গোলে ড্র করে তারা। নেইমার সহ সর্বশেষ ম্যাচের একাদশে থাকা দশ ফুটবলারকে ছাড়া এদিন মাঠে নামে ব্রাজিল। এই ম্যাচে ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।
ম্যাচে জয় পরাজয় ব্রাজিলের জন্য কোন প্রভাব রাখতো না। আর সেই সুযোগটাই যেন নিলেন কোচ তিতে। সর্বশেষ ম্যাচের ১০ খেলোয়াড়কেই এদিন দিয়েছেন বিশ্রাম! অনেকটা খর্ব শক্তির দল নিয়েই ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামেন কোচ তিতে। আর তাতে তার দল ড্র করায় খুব বেশি একটা অখুশি হবেন তিতে এমনটাও ধারণা করা যায় না।
বদলে যাওয়া একাদশ নিয়ে শুরুতে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরাই। ম্যাচের ৩৭ মিনিটে দলকে এগিয়ে নেন ডিফেন্ডার এডার মিলিতাও। দুর্দান্ত এক হেড করে দলকে এগিয়ে নেন তিনি। তার গোলেই প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় তিতের শিষ্যরা।
বিরতি থেকে ফিরে এসে ছন্দ হারিয়ে ফেলে ব্রাজিল। ম্যাচের ৫৩ মিনিটে ইকুয়েডর স্ট্রাইকার আনহেল মেনা ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকারকে বোকা বানিয়ে বল জালে পাঠালে সমতায় ফিরে ইকুয়েডর। ম্যাচের বাকি সময় দুই দলই গোলের জন্য চেষ্টা করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে ১-১ গোলেই নিষ্পত্তি হয় ম্যাচের।
#CopaAmérica
— Copa América (@CopaAmerica) June 27, 2021
FIM DE JOGO! Brasil e Equador empatam por 1-1 pelo Grupo B da CONMEBOL #CopaAmérica
¡FINAL DEL PARTIDO! @cbf_futebol y @LaTri empataron 1-1 por el Grupo B
???????? Brasil Ecuador ????????#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/35dSAoG92W
এই ড্রয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই কোয়ার্টার ফাইনালে পা রাখলো ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে পা রাখা বাকি তিন দল হলো ইকুয়েডর, কলম্বিয়া ও পেরু। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত না হলেও, আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে থাকছে ইকুয়েডর।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]