নেইমারের কোন বিকল্প নেই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২৩ মার্চ ২০১৮
নেইমারের কোন বিকল্প নেই

দলে নেইমারের কোন বিকল্প নেই উল্লেখ করে ব্রাজিল ফুটবল কোচ তিতে বলেছেন, তারপরও বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আসন্ন দু’টি প্রীতি ম্যাচে তিনি খেলতে পারছেন না।

২৬ বছর বয়সি এই ফুটবলার পায়ের অস্ত্রোপাচারের পর এখন সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন। গত ফেব্রুয়ারিতে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে লীগ ওয়ানের ম্যাচে মার্সেইয়ের মোকাবেলা করার সময় পায়ের গুরুতর ইনজুরিতে পড়েন তিনি।

রাশিয়া ও জার্মানির বিপক্ষে দুই প্রীতি ম্যাচে অংশ নিতে না পারলেও আসন্ন বিশ্বকাপে নেইমারকে জাতীয় দলে পাবেন বলে আশা করছেন তিতে। প্রীতি ম্যাচে নেইমারের অনুপস্থিতিতে জুভেন্টাস তারকা ডগলাস কস্তাকে দলভুক্ত করা হলেও নেইমার ছাড়া কোন উপায় নেই বলে মন্তব্য করেন ব্রাজিলীয় কোচ।

তিতে বলেন, ‘নেইমার অপরিবর্তনীয়। ডগলাস কস্তা তার বিকল্প হতে পারেন না। কস্তা তার মত করেই দলে খেলবেন।’ তবে ক্লাব পর্যায়ে যেমনটি খেলে থাকেন তেমন খেলাই তিনি দেখতে চান জাতীয় দলভুক্ত রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার কাসেমিরো এবং বার্সেলোনা এ্যাটাকার ফিলিপ কুটিনহোর কাছ থেকে।

তিতে বলেন, ‘কাসেমিরোর কাছে রিয়াল মাদ্রিদের খেলাটাই আশা করছি। কুটিনহোর বিষয়েও আমার একই প্রত্যাশা।’



শেয়ার করুন :


আরও পড়ুন

চেলসি ছাড়ার ইঙ্গিত দিলেন হ্যাজার্ড

চেলসি ছাড়ার ইঙ্গিত দিলেন হ্যাজার্ড

ফুটবল বিশ্বকাপ আয়োজনে মরক্কোর ১৪ স্টেডিয়াম

ফুটবল বিশ্বকাপ আয়োজনে মরক্কোর ১৪ স্টেডিয়াম

লেভান্তের কাছে এইবারের হার

লেভান্তের কাছে এইবারের হার

ব্রাজিলের আরেক দুঃসংবাদ লুইস

ব্রাজিলের আরেক দুঃসংবাদ লুইস