ক্রিকেট কিংবা ফুটবল; মোহামেডান-আবাহনীর ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। সেটি আবারও প্রমাণ হলো। কুমিল্লার পর ঢাকার মাঠেও লড়াই হলো সমানে সমান। রোবাবর (২৭ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে লিগের প্রথম দেখায় দু'দলের লড়াই শেষ হয়েছিল ২-২ গোলে। এবার ফিরতি ম্যাচেও ড্র (১-১ গোল) হলো।
করোনার কারণে স্বাস্থ্যবিধি মানায় ঢাকা অনুষ্ঠিত দু’দলের এ ম্যাচে স্টেডিয়ামে দর্শক প্রবেশের সুযোগ ছিল না। দর্শকশূন্য মাঠে প্রথমে এগিয়ে যায় মোহামেডান। ম্যাচের ৩০তম মিনিটে ইয়াসান আওয়াচিংয়ের গোলে এগিয়ে যায় তারা। তবে গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মোহামেডান।
মোহামেডানের গোলরক্ষক এবং ডিফেন্ডারদের সমন্বয়হীনতার সুযোগে সহজেই সমতায় ফেরে আবাহনী। ৪১তম মিনিটে মোহামেডানের ডিফেন্সের ভুলে হাইতির ফরোয়ার্ড বেলফোর্ট গোল করে দলখে সমতা ফেরান।
বিরতির পর মোহামেডানকে চেপে ধরলেও আর গোল করতে পারেনি আবাহনী। একের পর এক আক্রমণ রুখে দিয়ে মোহামেডান নিজেরাও আর গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা।
এদিকে, নিজেদের মধ্যে মাঠের লড়াইয়ে সমানে সমান হলেও পয়েন্ট টেবিলে পিছিয়ে রয়েছে মোহামেডান। লিগে নিজেদের খেলা ১৬ ম্যাচে ৯ জয়, ৬ ড্র এবং এক হারে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী ঢাকা।
অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচ খেলে ৮ জয়, ৫ ড্র এবং ৩ হারে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মোহামেডান। লিগে ১৬ ম্যাচ খেলে কোন হারের স্বাদ না পাওয়া ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। ১৫টি জয়ের সাষে একটি ম্যাচে তারা ড্র করেছে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]