মেসির নতুন চুক্তিতে কপাল পুড়তে পারে গ্রিজম্যানের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩০ এএম, ২৮ জুন ২০২১
মেসির নতুন চুক্তিতে কপাল পুড়তে পারে গ্রিজম্যানের

বার্সেলোনার সাথে চুক্তি শেষ হচ্ছে সেরা ফুটবলার লিওনেল মেসির। যদিও মেসিকে ধরে রাখার বিষয়ে অনেকটাই নিশ্চিত সভাপতিসহ ক্লাব কর্মকর্তারা। তবে এখনো অফিশিয়াল চুক্তি না হওয়ায় উদ্বিগ্ন মেসি ভক্তরা। এদিকে, মেসির সাথে নতুন চুক্তিতে কপাল পুড়তে পারে ক্লাবটির ফরোয়ার্ড আন্তোনিও গ্রিজম্যানের।

কাতালিয়ান গণমাধ্যমের খবর, লিওনেল মেসির সাথে নতুন চুক্তিতে গ্রিজম্যানকে ছেড়ে দিতে পারে বার্সেলোনা। কারণ হিসেবে বলা হচ্ছে, করোনার কারণে আর্থিকভাবে খারাপ অবস্থা রয়েছে বার্সেলোনা।

বর্তমানে বার্সেলোনার মোট দেনার পরিমাণ ১২০ কোটি ইউরোর কাছাকাছি। যার ফলে খেলোয়াড়দের বেতন বাবদ খরচ কমানো ক্লাবটির জন্য জরুরি হয়ে পড়েছে। খেলোয়াড়দের বেতন দিতে মে মাসে ব্যাংক থেকে ১০ কোটি ইউরোঋণ নিতে হয়েছে বার্সেলোনা।

আরও পড়ুন> মেসি ক্লান্ত, তবুও ব্যবধান গড়ে দিচ্ছে: স্কালোনি

প্রতিবেদন অনুযায়ী, টিকে থাকতে মেসিকে শুধু ধরে রাখলেই চলবে না। বার্সেলোনাকে বেতন বাবদ খরচ কমাতে হবে প্রায় ২০ কোটি ইউরো এবং লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লের আইনের সঙ্গে সঙ্গতি রাখতে হবে।

সবকিছু মিলিয়ে নিজেদের আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য গ্রিজম্যানকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে কাতালানদের। গত মৌসুমে বার্সেলোনার হয়ে ১৩ গোল ও ৭ অ্যাসিস্ট করা গ্রিজম্যান ইউরোতেও রয়েছেন ফর্মে। আর্থিক অবস্থার কারণেই হয়তো গ্রিজম্যানের সাথে সম্পর্কের ইতি টানবে বার্সেলোনা।

আরও পড়ুন> আর্থিক বিষয়ে ধারণার থেকেও খারাপ অবস্থায় বার্সেলোনা : লাপোর্তো

গ্রিজম্যানের মতো গুঞ্জন রয়েছে জরদি আলবাকে নিয়েও। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, বার্সেলোনা তাকেও ছেড়ে দিতে ইচ্ছুক।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, বার্সেলোনার সাথে নতুন করে দুই বছরের চুক্তি করতে আগ্রহী মেসি। চলমান কোপা আমেরিকা শেষ হলেই অফিশিয়ালভাবে এই চুক্তি সেরে ফেলতে চান ফুটবল যাদুকর।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

এলিটা-নবাবদের জাতীয় দলের পথ দেখালেন জেমি ডে

এলিটা-নবাবদের জাতীয় দলের পথ দেখালেন জেমি ডে

বাংলাদেশি হিসেবে অভিষেক ম্যাচেই এলিটার গোল

বাংলাদেশি হিসেবে অভিষেক ম্যাচেই এলিটার গোল

ইনজুরির হানা ব্রাজিল শিবিরে

ইনজুরির হানা ব্রাজিল শিবিরে

১৭ বছর পর শেষ আটে এরিকসনের ডেনমার্ক

১৭ বছর পর শেষ আটে এরিকসনের ডেনমার্ক

মেসি আমাকে মানসিকভাবে ধ্বংস করেছে : নেস্তা

মেসি আমাকে মানসিকভাবে ধ্বংস করেছে : নেস্তা

কুতিনহোকে নিয়ে বিপদে বার্সেলোনা

কুতিনহোকে নিয়ে বিপদে বার্সেলোনা

ফ্রিতে বার্সায় যোগ দিচ্ছেন ডিপে

ফ্রিতে বার্সায় যোগ দিচ্ছেন ডিপে

বার্সেলোনায় ক্রিকেট মাঠ, নেপথ্যে ভারত-পাকিস্তানের মেয়েরা

বার্সেলোনায় ক্রিকেট মাঠ, নেপথ্যে ভারত-পাকিস্তানের মেয়েরা