কোপা আমেরিকায় দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। ইতিমধ্যেই কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেইমাররা। শেষ ম্যাচ না হারলে নিশ্চিত গ্রুপ শ্রেষ্ঠত্বও। দলের এমন ইতিবাচক সময়ে দুঃসংবাদই পেলো ব্রাজিল। ইনজুরিতে কোপা আমেরিকা থেকে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ ডিফেন্ডার ফেলিপে মন্তেইরো।
বিষয়টি নিশ্চিত করে ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয় যে, অনুশীলনে পা মচকে যাওয়ায় কোপা আমেরিকার বাকি ম্যাচগুলোতে খেলা হবে না এই অভিজ্ঞ ডিফেন্ডারের।
Desconvocado da #SeleçãoBrasileira após sofrer uma lesão no joelho direito, o zagueiro Felipe, do Atlético de Madrid, se despediu dos companheiros e comissão técnica na tarde deste sábado para seguir o seu tratamento. Boa recuperação, jogador! ???????? pic.twitter.com/PhXWtvKum5
— CBF Futebol (@CBF_Futebol) June 26, 2021
যদিও তার ইনজুরি খুব বড় প্রভাব ফেলবে না দলে। কারণ, থিয়াগো সিলভা, এডার মিলিতাও আর মার্কিনিওসের উপরই আস্থা রাখছে কোচ তিতে। তবে ফেলিপের উপস্থিতি দলের রিজার্ভ বেঞ্চের শক্তি বাড়াতো।
এদিকে, ফেলিপের ইনজুরিতে দলে সুযোগ মিলেছে রেডবুল ব্রাগান্তিনোর লিও অরতিজের।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]