ইনজুরির হানা ব্রাজিল শিবিরে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৫ এএম, ২৮ জুন ২০২১
ইনজুরির হানা ব্রাজিল শিবিরে

কোপা আমেরিকায় দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। ইতিমধ্যেই কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেইমাররা। শেষ ম্যাচ না হারলে নিশ্চিত গ্রুপ শ্রেষ্ঠত্বও। দলের এমন ইতিবাচক সময়ে দুঃসংবাদই পেলো ব্রাজিল। ইনজুরিতে কোপা আমেরিকা থেকে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ ডিফেন্ডার ফেলিপে মন্তেইরো।

বিষয়টি নিশ্চিত করে ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয় যে, অনুশীলনে পা মচকে যাওয়ায় কোপা আমেরিকার বাকি ম্যাচগুলোতে খেলা হবে না এই অভিজ্ঞ ডিফেন্ডারের।

যদিও তার ইনজুরি খুব বড় প্রভাব ফেলবে না দলে। কারণ, থিয়াগো সিলভা, এডার মিলিতাও আর মার্কিনিওসের উপরই আস্থা রাখছে কোচ তিতে। তবে ফেলিপের উপস্থিতি দলের রিজার্ভ বেঞ্চের শক্তি বাড়াতো।

এদিকে, ফেলিপের ইনজুরিতে দলে সুযোগ মিলেছে রেডবুল ব্রাগান্তিনোর লিও অরতিজের।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

১৭ বছর পর শেষ আটে এরিকসনের ডেনমার্ক

১৭ বছর পর শেষ আটে এরিকসনের ডেনমার্ক

অস্ট্রিয়াকে হারিয়ে ৮২ বছরের রেকর্ড ভাঙলো ইতালি

অস্ট্রিয়াকে হারিয়ে ৮২ বছরের রেকর্ড ভাঙলো ইতালি

নক আউটের আগে দেশে ফেরা হচ্ছে না মেসিদের

নক আউটের আগে দেশে ফেরা হচ্ছে না মেসিদের

কুতিনহোকে নিয়ে বিপদে বার্সেলোনা

কুতিনহোকে নিয়ে বিপদে বার্সেলোনা