অস্ট্রিয়াকে হারিয়ে ৮২ বছরের রেকর্ড ভাঙলো ইতালি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩২ পিএম, ২৭ জুন ২০২১
অস্ট্রিয়াকে হারিয়ে ৮২ বছরের রেকর্ড ভাঙলো ইতালি

অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। এর আগে ১৯৩৫ থেকে ১৯৩৯ সালে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল তারা। অস্ট্রিয়ার বিপক্ষে সুযোগ ছিল নতুন রেকর্ড গড়ার। শেষ পর্যন্ত অস্ট্রিয়াকে ২-১ গোলে রেকর্ড ভেঙেই শেষ আটে পা রাখে রবার্তো মানচিনির দল।

শনিবার (২৬ জুন) দিবাগত রাতে প্রথমার্ধে ইতালিকে ভালো পরীক্ষার সামনে ফেলে অস্ট্রিয়া। দারুণ পাসিং, বল রিসিভে বেশ কয়েকটি গোছানো আক্রমণ করে অস্ট্রিয়া। তাদের আক্রমণের জবাবে পাল্টা আক্রমণ করে ইতালিও। তবে, দুই দলই প্রথমার্ধে গোল বের করতে ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ম্যাচের প্রথম গোল পেয়ে যায় অস্ট্রিয়া। আরনাটোভিচ ইতালির গোলরক্ষককে পরাস্ত করলেও পরবর্তীতে সেই গোল অফসাইডে বাতিল হয়ে যায়। ম্যাচের বাকি সময় দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে। কিন্তু কখনো লক্ষ্যভ্রষ্ট শট কিংবা কখনো ডিফেন্ডারদের কল্যাণে গোল বঞ্চিত থাকে দুই দলই।

sportsmail24

নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় গোলশূন্য সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯০ মিনিট ইতালিকে আটকে রাখা অস্ট্রিয়া অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই হজম করে দুই গোল।

৯৫ মিনিটে ইতালির হয়ে প্রথম গোল করেন ফেদেরিকো। স্পিনিজ্জোলার এ্যাসিস্টে ভলি থেকে গোল করেন তিনি। প্রথম গোলের উল্লাস না কাটতেই দ্বিতীয় গোল পেয়ে যায় ইতালি। ম্যাচের ১০৫ মিনিটে জটলা থেকে কোনাকুনি শট নিয়ে দলের দ্বিতীয় গোল করেন পেসিনা। পেসিনার এই গোলটিই এবারের ইউরোর শততম গোল।

২-০ গোলে পিছিয়ে থাকা অস্ট্রিয়া অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে একটি গোল পরিশোধ করতে পারলেও ম্যাচটিকে পেনাল্টিতে নিতে ব্যর্থ হয়। অস্ট্রিয়ার হয়ে গোলটি করেন সাসা কালাজডিক।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

কুতিনহোকে নিয়ে বিপদে বার্সেলোনা

কুতিনহোকে নিয়ে বিপদে বার্সেলোনা

নক আউটের আগে দেশে ফেরা হচ্ছে না মেসিদের

নক আউটের আগে দেশে ফেরা হচ্ছে না মেসিদের

‘দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া দেশের ফুটবলের উন্নতি সম্ভব নয়’

‘দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া দেশের ফুটবলের উন্নতি সম্ভব নয়’

দীর্ঘ দিন না খেলেও র‍্যাংকিং ধরে রেখেছে নারী ফুটবলাররা

দীর্ঘ দিন না খেলেও র‍্যাংকিং ধরে রেখেছে নারী ফুটবলাররা