করোনাভাইরাসের মাঝেই চলছে কোপা আমেরিকা ও ইউরো কাপ। দর্শক শূন্য মাঠে কোপা আমেরিকা হলেও দর্শকদের উপস্থিতিতেই মাঠে গড়াচ্ছে ইউরোর ম্যাচ। তবে, এবার ইউরো কাপেও হানা দিলো করোনা।
ক্রিশ্চিয়ান এরিকসেনের ডেনমার্কের খেলা দেখতে এসে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন তিন ড্যানিশ দর্শক। গেল বৃহস্পতিবার বেলজিয়ামের বিপক্ষে ডেনমার্কের খেলায় তারা মাঠে উপস্থিত ছিলেন।
এমন খবর প্রকাশের পরেই নড়েচড়ে বসেছে ডেনমার্কের স্বাস্থ্য কর্মকর্তারা। ওই ম্যাচে উপস্থিত থাকা ৪ হাজার দর্শককে দ্রুত করোনা পরীক্ষার জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে।
দেশটির স্বাস্থ্য দপ্তরের খবর অনুযায়ী, আরও ২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন ডেনমার্কে ইউরোর তিনটে ম্যাচে। আবার রাশিয়া থেকে ইউরো দেখে ফিনল্যান্ড সমর্থকরা দেশে ফিরতেই সেদেশে সংক্রমণ বেড়ে গেছে বলে দাবি সেদেশের স্বাস্থ্য অধিদপ্তরের।
বৃহস্পতিবার (২২ জুন) বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচ দেখতে ফিনল্যান্ড থেকে ১৫টি বাস রাশিয়া গিয়েছিল। সেই বাসে থাকা বেশির ভাগই করোনা আক্রান্ত। যা ফিনল্যান্ডে সংক্রমণের হার বাড়িয়ে দিচ্ছে।
ড্যানিশ এজেন্সি ফর পেশেন্ট সেইফটির ব্যবস্থাপক অ্যানে লেইকে পেত্রি জানান, ‘এই তিনজন আক্রান্ত যারা খেলা দেখতে এসেছিলেন, তাদের নিবিড় যোগাযোগ হয়েছে যাদের সঙ্গে, তাদের সঙ্গে আবার যোগাযোগ হয়েছে যাদের, তাদেরকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।’
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]