কুতিনহোকে নিয়ে বিপদে বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪০ এএম, ২৭ জুন ২০২১
কুতিনহোকে নিয়ে বিপদে বার্সেলোনা

ব্রাজিলিয়ান ফুটবলার ফিলিপ কৌতিনহোকে নিয়ে রীতিমতো বিপদেই আছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বার্সার ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ইনজুরির কারণে। চলতি দল বদলেও কোন ক্লাব তার ব্যাপার আগ্রহ প্রকাশ করছে না। ধারণা করা হচ্ছে আরও একটি মৌসুম বার্সেলোনাতেই থেকে যাবেন তিনি।

গত বছরের ডিসেম্বরে এইবারের বিপক্ষে হাঁটুতে চোট পান তিনি। ইনজুরি থেকে সারিয়ে উঠার জন্য ব্রাজিলে তার অস্ত্রোপাচার করানো হয়। তাতে কাজ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কাতারে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও মিলেনি কোন আশার বাণী।

সর্বশেষ কোপা আমেরিকা শুরুর আগে আবারও মাঠে ফেরার চেষ্টা করেন কৌতিনহো। কিন্তু সেই ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি তিনি। বর্তমানে নিজের বাড়িতে বসেই ইনজুরিমুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি।

কৌতিনহোর এই দীর্ঘ ইনজুরি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনার জন্য। বার্সার সবচেয়ে বেশি বেতনের খেলোয়াড়দের একজন তিনি। তাকে বসিয়ে বসিয়ে রাখা মানে ক্লাবের জন্যও বিরাট ক্ষতি। এমনিতেই করোনা মহামারীর জন্য আর্থিক সঙ্কটে রয়েছে কাতালানরা।

ইনজুরি আক্রান্ত কৌতিনহোর ব্যাপারে আর্সেনাল, এভারটন আগ্রহ প্রকাশ করেছে এমন খবর প্রকাশিত হলেও ক্লাবগুলোর পক্ষ থেকে অফিশিয়াল কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। বার্সার টেকনিক্যাল সেক্রেটারি মনে করেন, আসন্ন মৌসুমেও কৌতিনহো হয়তো বার্সেলোনাতেই থেকে যাবে যেহেতু অন্য কোন দল তার প্রতি আগ্রহ দেখাচ্ছে না। এমনকি লোনে পর্যন্ত নিতেও কেউ আগ্রহী না।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 

 



শেয়ার করুন :


আরও পড়ুন

‘দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া দেশের ফুটবলের উন্নতি সম্ভব নয়’

‘দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া দেশের ফুটবলের উন্নতি সম্ভব নয়’

জীবননাশের হুমকি পেলেন মোরাতা

জীবননাশের হুমকি পেলেন মোরাতা

দীর্ঘ দিন না খেলেও র‍্যাংকিং ধরে রেখেছে নারী ফুটবলাররা

দীর্ঘ দিন না খেলেও র‍্যাংকিং ধরে রেখেছে নারী ফুটবলাররা

আত্মঘাতী গোলের আসর ইউরো ২০২০

আত্মঘাতী গোলের আসর ইউরো ২০২০