দীর্ঘদিন ধরেই ভালো ফলাফলের অভাবে ভুগছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ তিন ম্যাচে ফুটবল প্রেমীদের ব্যাপক আগ্রহ থাকলেও ফুটবলাররা ইতিবাচক ফল বের করতে ব্যর্থ। ফুটবলকে পুনরায় জাগাতে হলে বিকল্প নেই জয়ের। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস মনে করেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া এদেশের ফুটবলের উন্নতি সম্ভব নয়।
বেসরকারী এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে ওয়াটকিস জানান, ক্লাব দলগুলোতে ফরোয়ার্ড লাইনে বিদেশীদের আধিপত্যের ফলে দেশের ফরোয়ার্ডরা পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না।
তিনি বলেন, 'আমরা আক্রমণভাগে ব্যর্থ ছিলাম। প্রতিপক্ষ টেকনিক্যালি অনেক এগিয়ে ছিল যে কারণে আমাদের খেলোয়াড়েরা অনেক ভুল পাস করেছে।'
আরও পড়ুন> এলিটা ছাড়াও জাতীয় দলের পথে বসুন্ধরার আরও দুই প্রবাসী ফুটবলার
বিশ্বকাপ বাছাই পর্বে জাতীয় দলের এমন ব্যর্থতার দায় নিজেদের উপরই নিলেন কোচিং স্টাফরা। একই সাথে তিনি বাস্তবতা তুলে ধরে দলের বর্তমান অবস্থাও তুলে ধরেন।
ওয়াটকিস বলেন, 'ক্লাব ফুটবলে বিদেশীদের প্রাধান্য দিয়ে আক্রমণ ভাগ সাজানো হয়। সাদ উদ্দিন ক্লাবে ডিফেন্ডার হিসেবে খেলে। ক্লাবের স্বার্থেই জাতীয় দলের ফুটবলাররা সুযোগ পাচ্ছে না। ফুটবলের সুদিন ফেরাতে চাইলে এসব ভুলে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করতে হবে।'
আরও পড়ুন> এলিটা-নবাবদের জাতীয় দলের পথ দেখালেন জেমি ডে
অতীতকে ভুলে সামনে এগিয়ে যেতে চান ওয়াটকিস। আর তাই তো সামনের ব্যস্ত শিডিউলের জন্য ফুটবলারদের ফিটনেস ধরে রাখাও জরুরি বলে মনে করিয়ে দিলেন তিনি। কোচ বলেন, 'বর্তমান এই সময়ে স্কিলের চেয়ে ফিটনেস অনেক জরুরি। প্রীতি ম্যাচগুলোতে আমাদের সমমানের দলের বিপক্ষে খেলতে চাই। বল কন্ট্রোলিং নিয়ে আরও কাজ করতে চাই।'
হেড কোচ জেমি ডে'র মতো ছুটি কাটাতে রবিবার (২৭ জুন) দেশ ছাড়ার কথা রয়েছে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]