ইউরোপিয়ান চ্যাম্পিয়নসশিপে আসরের গ্রুপপর্বে বেশ হতাশা জনক পারফর্মেন্স করেছে স্পেন। গ্রুপে ফেবারিট হয়েও গ্রুপ রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে স্পেন। লা রোজাদের ফরওয়ার্ড আলভারো মোরাতা গ্রুপ পর্বজুড়ে রীতিমত গোল মিসের মহড়া দিয়েছেন। এ কারণে তাকে সমর্থকদের রোষানলে পড়তে হয়েছে। এমনকি জীবন নাশের হুমকি পর্যন্ত পেয়েছেন মোরাতা।
গ্রুপপর্বে বাজে অবস্থার পর দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে স্পেনের সামনে। কোয়াটার ফাইনালে উঠার আগে স্পেনের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। সোমবার (২৮ জুন) ম্যাচে নামার আগে সমর্থক রোষানলে পড়েছেন মোরাতা।
গ্রুপপর্বে দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডে বিপক্ষে ম্যাচে গোলশূন্য ড্র করেছিল স্পেন। সেই ম্যাচে পেনাল্টি পেয়ে কাজে লাগাতে পারেননি জেরার্ড মোরেনো। মোরেনোর মিসের পর গোলপোস্ট ফাঁকা পেয়েও জালে বল ব্যর্থ হয়েছিলেন মোরাতা। স্লোভাকিয়ার বিপক্ষে নিজেই পেনাল্টি মিস করেন আলভারো মোরাতা।
সেভিয়ার মাঠে অনুষ্ঠিত স্লোভাকিয়া বিপক্ষে ম্যাচের পর সমর্থকদের কাছ থেকে মৃত্যু হুমকি পান মোরাতা। এছাড়াও রাস্তায় সমর্থকরা মোরাতার স্ত্রী এবং সন্তানদের বাজেভাবে হেনস্তার শিকার হতে হয়েছে। শুধু তাই নয়, অনেকেই মোরাতার বাচ্চাদের মৃত্যু কামনাও করেছেন।
মাঠের খেলার ব্যর্থতার দায় নিজে ঘাড়ে নিলেও তার পরিবারকে দেওয়া এসব হুমকির কারণে মানসিকভাবে ভেঙে পড়েছেন মোরাতা। স্পেনের এক রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, নিজের মোবাইল ফোনটিও দূরে রাখেন বলে জানিয়েছেন মোরাতা।
তিনি আরও বলেন, ‘পোল্যান্ডের সাথে ম্যাচের পর আমি নয় ঘন্টা ঘুমাতে পারিনি। ফোনে আমাকে নানা ধরনের হুমকি পেয়েছি। আমার পরিবারকে অপদস্থ করা হয়েছে। এমনকি আমার বাচ্চারা যাতে মারা যায় সে প্রার্থনাও করেছেন অনেকে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]