ফুটবল মাতাতে আসছেন বোল্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৩ মার্চ ২০১৮
ফুটবল মাতাতে আসছেন বোল্ট

অ্যাথলেটিকস ট্র্যাক কাপানোর পর এবার ফুটবল মাতাতে আসছেন কিংবদন্তী স্প্রিন্টার উসাইন বোল্ট। ফুটবল ক্যারিয়ার গড়ার দীর্ঘ দিনের স্বপ্ন পুরনের লক্ষ্যে এ অ্যাথলেটিকস তারকা আজ শুক্রবার থেকে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে নেমেছেন অনুশীলনে।

জার্মান ক্লাবটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। ক্লাবটির এক টুইট বার্তায় বলা হয়েছে, ‘বোল্ট আসছেন’। নিজের অফিসিয়াল একাউন্টে জ্যামাইকান এ ৩১ বছর বয়সি গতি দানব লিখেছেন,‘ বিভিবি, শুক্রবারের জন্য প্রস্তুত হোন।’

বোল্ট ও ডর্টমুন্ডের যৌথ প্রযোজনায় এ প্রচারনামূলক ইভেন্টটির পৃষ্ঠপোষকতা করছে আন্তর্জাতিক ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা। শুক্রবার স্থানীয় সময় ১০টা ৩০ মিনিটে শুরু হয়েছে এ অনুশীলন। যেটি জনগণের জন্য থাকবে উন্মুক্ত।

১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট গত জানুয়ারিতেই ঘোষণা দিয়েছিলেন যে আসন্ন আন্তর্জাতিক বিরতির সময় তিনি ডর্টমুন্ডে ফুটবল অনুশীলন করবেন।

গত বছর অ্যাথলেটিকস থেকে অবসর গ্রহণের পর থেকেই বোল্ট কোন রকম রাখঢাক না রেখেই জানিয়ে আসছেন তার ফুটবলার হিসেবে ক্যারিয়ার গড়ার স্বপ্নের কথা। আগামী ১০জুন তহবিল সংগ্রহের জন্য একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশগ্রহন করার কথা রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত উসাইন বোল্টের। ম্যাচে তার প্রতিপক্ষ দলের নেতৃত্ব দেবেন জনপ্রিয় ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামস।

অলিম্পিকের আটটি স্বর্ণ পদক বিজয়ী বোল্ট ওই ম্যাচে সকার এইড বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে এই চ্যারিটি ফুটবল ম্যাচটির আয়োজন করা হয়েছে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবল বিশ্বকাপ : যুক্তরাজ্যকে আশ্বস্ত করলো রাশিয়া

ফুটবল বিশ্বকাপ : যুক্তরাজ্যকে আশ্বস্ত করলো রাশিয়া

এবার জাতীয় দল ছাড়ার তারিখ জানালেন ইনিয়েস্তা

এবার জাতীয় দল ছাড়ার তারিখ জানালেন ইনিয়েস্তা

দুই দফায়ও ভারতের ভিসা মেলেনি সাবিনা-কৃষ্ণার

দুই দফায়ও ভারতের ভিসা মেলেনি সাবিনা-কৃষ্ণার

মেসিকে আবারও আইএসের হুমকি

মেসিকে আবারও আইএসের হুমকি