ভারতে অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে ‘জি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে অনুষ্ঠিত ড্রতে বাংলাদেশ প্রতিপক্ষ জর্ডান ও ইরান। শুধু তাই নয়, ‘জি’ গ্রুপে স্বাগতিক হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৪ জুন) এএফসি এ তথ্য নিশ্চিত করেছে।
সেপ্টেম্বরের ১৩ থেকে ২৫ তারিখ হবে এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্ব। বাছাই হওয়া দলগুলো যোগ দিবে ভারতে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে। যেটি ২০ জানুয়ারি থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে।
এদিকে, 'জি' গ্রুপে স্বাগতিক হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, এশিয়ান ফুটবল কনফেডারেশন আমাদের নিশ্চিত করেছে, বাংলাদেশ নিজেদের গ্রুপের বাছাইয়ে স্বাগতিক।
স্বাগতিক হিসেবে বাংলাদেশ সুবিধা পেলেও ভেন্যু নিয়ে রয়েছে জটিলতা। কারণ, সেপ্টেম্বরে খেলা হলে তখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলবে সংস্কার কাজ। ফলে, ঢাকার বাইরে ম্যাচ আয়োজন করতে হবে। তাছাড়া আন্তর্জাতিক স্বীকৃতি থাকার ব্যাপারও রয়েছে। সবকিছু মিলিয়ে, ঢাকার পরিবর্তে ম্যাচগুলো সিলেটে হওয়ার সম্ভাবনা রয়েছে।
২৮ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে করা হয়েছে ৮টি গ্রুপ। যেখানে চার গ্রুপে আছে ৪ দল করে এবং চার গ্রুপে আছে ৩ দল করে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল টিকিট পাবে ভারতে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]