এবার জাতীয় দল ছাড়ার তারিখ জানালেন ইনিয়েস্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৩ মার্চ ২০১৮
এবার জাতীয় দল ছাড়ার তারিখ জানালেন ইনিয়েস্তা

চলতি বছর রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলেই জাতীয় দলের পোশাক খুলে রাখতে পারেন স্প্যানিস ফুটবল সুপার স্টার আন্দ্রেস ইনিয়েস্তা।

২০০৬ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর ইনিয়েস্তার গুরুত্বপূর্ণ অবদান স্মরণ রাখবে স্প্যানিশ ফুটবল। জার্মানীর বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচটি হবে তার ১২৩তম আন্তর্জাতিক ম্যাচ। আন্দনি জুবিজারেতা, জাবি, সার্জিও রামোস ও ইকার ক্যাসিয়াসের পর এটিই হবে স্প্যানিশ কোন খেলোয়াড়ের সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের রেকর্ড।

স্পেনের হয়ে বিশ্বকাপ-পূর্ব সবগুলো প্রীতি ম্যাচে এবং চূড়ান্ত আসরে দলকে ফাইনালে পৌঁছে দিতে পারলে ইনিয়েস্তা সতীর্থ জাবিকে পেছনে ফেলে স্পেনের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়বেন। এল লারগুয়েরো রেডিও শো’তে এই স্প্যানিশ তারকা বলেন, ‘এই মুহূর্তে প্রকৃতিগতভাবে এটিই হবে সম্ভবত আমার শেষ বিশ্বকাপ এবং জাতীয় দলের হয়ে অংশগ্রহণ।’

স্পেনের ফুটবল ইতিহাসে দেশটির সেরা সাফল্যে বড় ভূমিকা রেখেছেন ইনিয়েস্তা। দলকে ২০০৮ ও ২০১২ সালে পরপর ইউরোপীয় চ্যাম্পিয়ন শিরোপা এনে দেয়ার পাশাপাশি ২০১০ সালে স্পেনকে প্রথমবারের মতো এনে দিয়েছেন বিশ্বকাপ ফুটবলের শিরোপা। বিশ্ব আসরের ফাইনালে হল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোলটি এসেছে ইনিয়েস্তার পা থেকে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ইনিয়েস্তার ভবিষ্যৎ জানা যাবে এপ্রিলে

ইনিয়েস্তার ভবিষ্যৎ জানা যাবে এপ্রিলে

আইপিএলে তারকা খ্যাত মারকুই লিস্টে সাকিব

আইপিএলে তারকা খ্যাত মারকুই লিস্টে সাকিব

টেনিস কোর্টে ফিরছেন সেরেনা

টেনিস কোর্টে ফিরছেন সেরেনা

বিশ্বকাপে ফিট হয়ে ফিরবে নেইমার : রোনালদো

বিশ্বকাপে ফিট হয়ে ফিরবে নেইমার : রোনালদো