ফুটবল বিশ্বকাপ : যুক্তরাজ্যকে আশ্বস্ত করলো রাশিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩২ এএম, ২৩ মার্চ ২০১৮
ফুটবল বিশ্বকাপ : যুক্তরাজ্যকে আশ্বস্ত করলো রাশিয়া

ফুটবল বিশ্বকাপে ইংলিশ সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ ও গ্যারান্টি দাবি করার পর যুক্তরাজ্যকে এ বিষয়ে আশ্বস্ত করলো রাশিয়া।

রাশিয়া ২০১৮ বিশ্বকাপ চলকালে দেশটিতে সফরে যাওয়া ইংলিশ ফুটবল সমর্থকরা নিরাপদে থাকবেন বলে জানিয়েছেন বৃটেনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্দার ইয়াকোভেনকো। লন্ডন ও মস্কোর মধ্যে চলমান কূটনৈতিক সঙ্কট সত্ত্বেও বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন রুশ রাষ্ট্রদূত।

লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তারা (ইংলিশ সমর্থক) সেখানে নিরাপদে থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃটেনের কর্তৃপক্ষের সঙ্গে রুশ কর্তৃপক্ষের বিশেষ যোগাযোগ রয়েছে। রুশ কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।’

রাশিয়ান রাষ্ট্রদূত বলেন, ‘আমরা প্রতিটি দেশের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রক্ষা করে চলেছি। আমি নিশ্চিত সেখানে সম্পূর্ণভাবে নিরাপত্তা থাকবে। গেম উপলক্ষে মস্কো গমনকারীদের কোন ভিসার প্রয়োজন হবে না। তারা সবাই হবে রাশিয়ার অতিথি।’

গত ৪ মার্চ বৃটেনের মাটিতে একজন রাশিয়ার সাবেক গুপ্তচরের উপর বিষ প্রয়োগজনিত হামলার ঘটনাকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়েছে বৃটেন ও রাশিয়া। অবশ্য এ বিষয়ে নিজেদের কোন সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে মস্কো।

বিশ্বকাপ চলাকালে রাশিয়া সফরকারী ইংলিশ সমর্থকদের নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে বুধবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এক বিবৃতি দেন। এতে তিনি বলেন, ‘বার্লিন অলিম্পিকে নাজি স্বৈরশাসক এডলফ হিটলারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ২০১৮ বিশ্বকাপ নিয়ে ছলনার আশ্রয় নিচ্ছেন।’

তবে ব্রিটিশ কর্মকর্তার ওই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন রুশ রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘আমি এ ধরনের বিবৃতি দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করছি। এটি দায়িত্বজ্ঞানহীন এবং অগ্রহণযোগ্য। বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে যে কোন সিদ্ধান্ত নেয়ার অধিকার ব্রিটিশ সরকারের রয়েছে। তবে নাজিদের পরাজিত করা রুশ জনগণকে অপমান করার কোন অধিকার কারও নেই।’



শেয়ার করুন :


আরও পড়ুন

রাশিয়া বিশ্বকাপে নিরাপত্তার গ্যারান্টি চায় যুক্তরাজ্য

রাশিয়া বিশ্বকাপে নিরাপত্তার গ্যারান্টি চায় যুক্তরাজ্য

রাশিয়া বিশ্বকাপে অফিসিয়াল জ্যোতিষি বিড়াল

রাশিয়া বিশ্বকাপে অফিসিয়াল জ্যোতিষি বিড়াল

ফুটবল বিশ্বকাপ দেখাবে বাংলাদেশের তিন টিভি

ফুটবল বিশ্বকাপ দেখাবে বাংলাদেশের তিন টিভি

বিপাকে রাশিয়ার ব্যবসায়ীরা

বিপাকে রাশিয়ার ব্যবসায়ীরা