রিপাবলিকদের হারিয়ে গ্রুপ সেরা ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৪ এএম, ২৪ জুন ২০২১
রিপাবলিকদের হারিয়ে গ্রুপ সেরা ইংল্যান্ড

গ্রুপ পর্বে এক জয় ও এক ড্র নিয়ে উভয় দল আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল। তবে শীর্ষস্থান দখলের লড়াই ছিল। সেটাতে হেরে গেলে চেক রিপাবলিক। ইউরো ২০২০ এর ‘ডি’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে রিপাবলিককে ১-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড।

মঙ্গলবার (২২ জুন) বাংলাদেশ সময় রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। বাছাইপর্বে দুই বছর আগে একই মাঠে রিপাবলিককে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ইংল্যান্ড। তবে এবার আর তা হয়নি। তবে জয়ে নায়ক সেই ম্যাচের হ্যাটট্রিক গোল করা রাহিম স্টার্লিং। রিপাবলিকের বিপক্ষে জয় সূচক গোলটি তার পর থেকেই এসেছে।

ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। বাঁ থেকে জ্যাক গ্রিলিশের বাড়ানো দারুণ ক্রস ফাঁকায় বল পেয়ে সহজেই দলকে এগিয়ে নেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার। এর আগে অবশ্য ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা। এরপর ২৬তম মিনিটেও একটি শট ঠেকিয়ে দেন চেক গোলরক্ষক তমাস ভাসিলিক।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংল্যান্ড। তবে বিরতির পর খেলা ঝিমিয়ে যায়। দুই দলের কেউ তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। গোল পরিশোধে শেষ দিকে কিছুটা চাপ তৈরি করলেও কাজের কাজ করতে পারেনি চেক রিপাবলিক। ফলে নির্ধারিত সময় শেষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিতর্কিত আলোকসজ্জা করতে চায় জার্মানি, উয়েফার না

বিতর্কিত আলোকসজ্জা করতে চায় জার্মানি, উয়েফার না

ইউরোতে ‘বর্ণবাদ’, তদন্তে উয়েফা

ইউরোতে ‘বর্ণবাদ’, তদন্তে উয়েফা

হেরেও শেষ ষোলোতে ইতালির সঙ্গী ওয়েলস

হেরেও শেষ ষোলোতে ইতালির সঙ্গী ওয়েলস

পেনাল্টি মিসে কপাল পুড়লো স্পেনের

পেনাল্টি মিসে কপাল পুড়লো স্পেনের