জাতীয় দলের ডিফেন্ডার এবং নিজেদের সেরা রক্ষণভাগের খেলোয়াড় রিয়াদুল হাসান রাফির সঙ্গে চুক্তি মেয়াদ বাড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং ক্লাব। দলের এই সহ-অধিনায়কের সাথে আরও এক বছরের মেয়াদ বাড়িয়েছে সাইফ।
মঙ্গলবার (২২ জুন) চুক্তি মেয়াদ বাড়ানোর বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
তরুণ এ ডিফেন্ডারের সঙ্গে সাইফের চার বছরের চুক্তি শেষ হবে চলতি মৌসুম শেষে। চুক্তি মেয়াদ বাড়ানোর ফলে অধিনায়ক জামাল ভূঁইয়ার মতো রাফিকেও এখন আগামী মৌসুমে সাইফের জার্সিতে মাঠে দেখা যাবে।
২০১৬ সালে রাফির নেতৃত্বে সাইফ চ্যাম্পিয়নশিপ লিগ খেলেছিল। এরপর রাফিকে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে নিজেদের করে রাখে সাইফ।
নতুন করে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সাইফের পক্ষ থেকে জানানো হয়, সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড রিয়াদুল হাসান রাফির সাথে ‘বাংলাদেশ ফুটবল মৌসুম ২০২১-২২’ -এর জন্য চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেছে। মঙ্গলবার ক্লাবের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।
সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী জানিয়েছেন, রাফি ক্লাবের জন্মলগ্ন থেকে আছে। চুক্তি করে না রাখলে অনেক ক্লাব ওকে নেওয়ার চেষ্টা করবে। চুক্তি করায় এখন আমরা চিন্তামুক্ত।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]