কার্লো আনচেলত্তির হাত ধরেই রিয়াল মাদ্রিদে এসেছিলেন গ্যারেথ বেল। বর্তমানে টটেনহ্যাম হটস্পারে লোনে খেলা এই ফরোয়ার্ড আবারও ফিরছেন রিয়াল মাদ্রিদ শিবিরে। যার হাত ধরে তার রিয়ালে আসা সেই আনচেলত্তিকে পুনরায় কোচ হিসেবে পেয়ে দারুণ খুশি বেল। তিনি মনে করেন, আনচেলত্তির অধীনে ভালো মৌসুম কাটাবে রিয়াল মাদ্রিদ।
ম্যাচ পূর্ব এক সংবাদ সম্মেলনে বেল জানান, খেলোয়াড় হিসেবে তিনি সকল কোচের অধীনেই খেলতে প্রস্তুত। তিনি বলেন, 'আমার ব্যক্তিগত কোন পছন্দ নেই। আমি রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। আমি এটুকুই বলতে পারি যে, আনচেলত্তির সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। রিয়াল মাদ্রিদে সে দারুণ করবে।'
লোনে একবছর টটেনহ্যামে কাটানোর পর আবারও ফিরছেন রিয়াল মাদ্রিদে। জিনেদিন জিদানের অধীনে রিয়াল মাদ্রিদে খুব বাজে সময় পার করেন বেল। তবে অতীত ভুলে এখন নতুন কোচের অধীনে নতুন করে শুরু করতে চান বেল।
বেলকে নিয়ে আশাবাদী আনচেলত্তিও। টটেনহামে বেল পর্যাপ্ত খেলার সময় না পেলেও রিয়াল মাদ্রিদে সুযোগ পেলে ভালো করবে বেল, মনে করেন আনচেলত্তি।
বেলকে মূল্যায়ন করতে গিয়ে আনচেলত্তি বলেন, 'ইংল্যান্ডে সে পর্যাপ্ত খেলার সময় পায়নি। তবে সে গোল করেছে। আমি গ্যারেথকে ভালোভাবেই চিনি। সে যদি তার সেরা খেলাটা খেলতে পারে তাহলে দারুণ এক মৌসুম কাটাবে এ ব্যাপারে আমার কোন সন্দেহ নেই।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]