নতুন রেকর্ডে পা মেসির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২০ এএম, ২৩ জুন ২০২১
নতুন রেকর্ডে পা মেসির

রেকর্ড করার জন্যই যেন জন্ম তার। ফুটবল মাঠে একের পর এক রেকর্ড করেই চলছেন তিনি। বার্সেলোনার হয়ে তার রেকর্ডের তালিকা যতটা বড় জাতীয় দলে ঠিক ততটা নয়। তবে, এবার জাতীয় দলের হয়েও এক নতুন রেকর্ড করলেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে এখন সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার। 

মঙ্গলবার (২২ জুন) ভোরে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমে যৌথভাবে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে পা রাখেন মেসি। তার সঙ্গী হিসেবে রয়েছেন সাবেক অধিনায়ক হাভিয়ের মাচেরানো। মেসি নিজেদের পরবর্তী ম্যাচে খেললেই এককভাবে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়বেন।

যৌথভাবে নিজের এ অর্জনে দারুণ খুশি মেসিও। হাভিয়ের মাচেরানোর প্রতি শ্রদ্ধা রেখে নিজের এ রেকর্ডে টুইট করেন তিনি। প্যারাগুয়ের বিপক্ষে জয়টাকে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন সেই টুইটে।

মেসি লিখেন, 'দলের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জয়। আমার বন্ধু মাচেরানোর, যাকে আমি ভালোবাসি, সম্মান করি ও স্নেহ করি তার সমান সংখ্যক ম্যাচে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াতে পেরে গর্ববোধ করছি।'

নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। একই সাথে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল স্কালোনির দল। ম্যাচের ১০তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসির কাছ থেকে বল পেয়ে আনহেল দি মারিয়া খুঁজে নেন পাপু গোমেসকে। বাকিটা অনায়াসে সারেন সেভিয়ার এ ফরোয়ার্ড। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসি ক্লান্ত, তবুও ব্যবধান গড়ে দিচ্ছে: স্কালোনি

মেসি ক্লান্ত, তবুও ব্যবধান গড়ে দিচ্ছে: স্কালোনি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মেসি আমাকে মানসিকভাবে ধ্বংস করেছে : নেস্তা

মেসি আমাকে মানসিকভাবে ধ্বংস করেছে : নেস্তা

শ’র দৃষ্টিতে হ্যারি কেনই বিশ্বসেরা ফরোয়ার্ড

শ’র দৃষ্টিতে হ্যারি কেনই বিশ্বসেরা ফরোয়ার্ড