নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা। খেলা শুরুর আগে গুঞ্জন ছিল এ ম্যাচে খেলছেন না মেসি। তবে তিনি খেলেছেন এবং তিনিই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন। ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানান মেসি ক্লান্ত, তবুও ব্যবধান গড়ে দিচ্ছে।
মঙ্গলবার (২২ জুন) ভোরে ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ডি মারিয়ার পাস থেকে করা দারিও গোমেজের গোলে প্যারাগুয়েকে হারায় আর্জেন্টিনা। সবমিলে চার ম্যাচ পর প্যারাগুয়েকে হারালো লিওনেল মেসিরা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেসির ব্যাপারে প্রশ্ন করা হলেও কোচ স্কালোনি বলেন, 'মেসি প্রতি ম্যাচই খেলছে। তার উপরে নির্ভর না করাও আসলে কঠিন।'
উরুগুয়ের বিপক্ষে একাদশে থাকা ছয় খেলোয়াড়কে পরিবর্তন করে এদিন মাঠে নামেন কোচ। সবার বিকল্প থাকলেও মেসির বিকল্প না থাকায় মেসিকে নিয়েই একাদশ সাজায় কোচ। টানা ম্যাচ খেলে মেসি যে ক্লান্ত সেটিও স্বীকার করলেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'মেসি অনেক ক্লান্ত, তবে দিনশেষে মেসিই পার্থক্য গড়ে দিচ্ছে। দলে বেশ কিছু পরিবর্তন এনেছিলাম, সেগুলো কাজে দিয়েছে। সবচেয়ে বড় কথা আমরা পূর্ণ পয়েন্ট পেয়েছি।'
প্যারাগুয়ের বিপক্ষে জয় পেলেও দলের এখনও অনেক উন্নতি করতে হবে বলে মনে করেন স্কালোনি । তিনি মনে করেন টানা ম্যাচ খেলার কারণে খেলোয়াড়েরাও কিছুটা ক্লান্ত। তবে এসব দূর করে সামনের ম্যাচগুলোতে আরও গুছানো ফুটবল উপহার দিবে আর্জেন্টিনা এমনটাই প্রত্যাশা তার।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]