প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৩ পিএম, ২২ জুন ২০২১
প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা। একই সাথে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল স্কালোনির দল।

মঙ্গলবার (২২ জুন) বাংলাদেশ সময় ভোরে ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে প্যারুগুয়েকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। সবমিলে চার ম্যাচ পর প্যারাগুয়েকে হারালো লিওনেল মেসিরা।

আর্জেটিনা জয় পেলেও পুরো ম্যাচে বল দখল এবং গোলবারে শট নেওয়ার দিকে এগিয়ে ছিল প্যারুগুয়ে। তবে শুরুতেই এগিয়ে যাওয়া আর্জেন্টিনার জালে কোন বল জড়াতে পারেনি প্যারাগুয়ে। জয়ের একমাত্র গোলটা এসেছে পাপুর পা থেকে। আর এ ম্যাচের মধ্যদিয়ে মেসি ছুঁয়েছেন জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড।

ম্যাচের ১০তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসির কাছ থেকে বল পেয়ে আনহেল দি মারিয়া খুঁজে নেন পাপু গোমেসকে। বাকিটা অনায়াসে সারেন সেভিয়ার এ ফরোয়ার্ড। ফলে শুরুতে এগিয়ে যায় তারা।

এরপর নিজেদের কিছুটা গুছিয়ে পাল্টা আক্রমণ করে প্যারাগুয়ে। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি তারা। পুরো ম্যাচে ১০টি শটের মাঝে টার্গেট শট ছিল মাত্র দুইবার।

দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণভাগে কিছুটা গুটিয়ে নেয় আর্জেন্টিনা। ফলে উপরের দিকে প্রচুর জায়গা পেয়ে বল দখলে রেখে চাপ অব্যাহত রাখে প্যারাগুয়ে। এর এক পর্যায়ে টানা চারটি কর্নার পায় প্যারাগুয়ে। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় আর্জেন্টিনার রক্ষণভাগে বার বার খেই হারিয়েছে তারা।

নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এর ফলে টানা দুই ম্যাচে নিজের জাল অক্ষত রাখলো মেসিরা। আগের ম্যাচেও উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। তার আগের ম্যাচে চিলির বিপক্ষে ড্র করেছিল মেসিরা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন রেকর্ডে পা মেসির

নতুন রেকর্ডে পা মেসির

মেসি ক্লান্ত, তবুও ব্যবধান গড়ে দিচ্ছে: স্কালোনি

মেসি ক্লান্ত, তবুও ব্যবধান গড়ে দিচ্ছে: স্কালোনি

ব্রাজিলে নারী নিয়ে পার্টি, চিলির পাঁচ ফুটবলারের বিরুদ্ধে তদন্ত

ব্রাজিলে নারী নিয়ে পার্টি, চিলির পাঁচ ফুটবলারের বিরুদ্ধে তদন্ত

কোপা আমেরিকায় পেরুর চমক, পরাস্ত কলম্বিয়া

কোপা আমেরিকায় পেরুর চমক, পরাস্ত কলম্বিয়া