ইউরো থেকে ছিটকে গেলেন ডেম্বেলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২২ এএম, ২২ জুন ২০২১
ইউরো থেকে ছিটকে গেলেন ডেম্বেলে

পর্তুগালের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কাই খেলো ফ্রান্স। পর্তুগিজদের বিপক্ষে দলটির অন্যতম ফরোয়ার্ড ওসমান ডেম্বেলেকে পাচ্ছে না তারা। সোমবার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।

সর্বশেষ ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিল ডেম্বেলে। তবে সেদিন দলের জন্য ভালো কিছু বয়ে আনতে পারেননি তিনি। তার দলও ১-১ গোলে ড্র করে পূর্ণ পয়েন্ট হারায় হাঙ্গেরির বিপক্ষে।

ইনজুরির বিস্তারিত তুলে না ধরলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্রান্স ফুটবল ফেডারেশন জানায় যে, ডেম্বেলের এক্সরে করা হয়েছে। তার সেরে উঠতে সময় লাগবে। দলের কোচ, ফিজিওর সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া যে, বাকি ম্যাচগুলোতে তাকে আর পাচ্ছে না ফ্রান্স।

ডেম্বেলেকে না পেলেও দলে বিরাট প্রভাব পড়বে না ফ্রান্সের। তারকা বহুল এই দলটিতে আরও রয়েছে করিম বেনজেমা, অলিভার জিরোড, এমবাপে, গ্রিজম্যান, কোম্যানের মত তারকা খেলোয়াড়েরা।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

শ’র দৃষ্টিতে হ্যারি কেনই বিশ্বসেরা ফরোয়ার্ড

শ’র দৃষ্টিতে হ্যারি কেনই বিশ্বসেরা ফরোয়ার্ড

জাতীয় দলের পথে থাকা এলিটা কিংসলে শিখছেন জাতীয় সঙ্গীত

জাতীয় দলের পথে থাকা এলিটা কিংসলে শিখছেন জাতীয় সঙ্গীত

নারী লিগে জামালপুরকে হারালো এফসি ব্রাহ্মণবাড়িয়া

নারী লিগে জামালপুরকে হারালো এফসি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাজিলে নারী নিয়ে পার্টি, চিলির পাঁচ ফুটবলারের বিরুদ্ধে তদন্ত

ব্রাজিলে নারী নিয়ে পার্টি, চিলির পাঁচ ফুটবলারের বিরুদ্ধে তদন্ত