শ’র দৃষ্টিতে হ্যারি কেনই বিশ্বসেরা ফরোয়ার্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪১ এএম, ২২ জুন ২০২১
শ’র দৃষ্টিতে হ্যারি কেনই বিশ্বসেরা ফরোয়ার্ড

মেসি, রোনালদো কিংবা নেইমার নন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা খেলোয়াড় লুক শ'এর দৃষ্টিতে বিশ্বের সেরা ফরোয়ার্ড ইংল্যান্ড এবং টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেন। শুনতে অবাক লাগলেও শ নিজেই এমন তথ্য জানান। একই সাথে তার দৃষ্টিতে হ্যারি কেন সময়ের সাথে সাথে আরও নিজেকে পরিণত করে নিবে বলে বিশ্বাস।

সাম্প্রতিক ফর্ম নিয়ে তীব্র সমালোচনার শিকার হওয়া কেন এর উপর পূর্ণ আস্থা রয়েছে লুক শ'র। তিনি মনে করেন, যত টুর্নামেন্ট আগাবে ততই নিজেকে আরও শাণিত করবে কেন।

sportsmail24

হ্যারি কেনের সাম্প্রতিক ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন লুক শ। তিনি বলেন, 'আমি ওকে নিয়ে কোন চিন্তিতই নয়। হ্যারি বিশ্বের সেরা ফরোয়ার্ড। সে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সে নিজের সেরা ফর্মে না থাকলেও সে দলের গুরুত্বপূর্ণ একজনই।'

লুক শ আরও বলেন, 'টুর্নামেন্টে এমনটা হয়ই, সব সময় ফর্মে থাকে না। সে মাঠে এবং মাঠের বাইরেও গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমি তাকে নিয়ে চিন্তিত নয়।'

লুক শ'র মতো কেইনকে নিয়ে আশাবাদী দলটির কোচ সাউথগেইটও। গোল না পেলেও হ্যারি কেন দলে থাকা বাকিদের অনুপ্রাণিত করে বলে অভিমত তার।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল যাদের

আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল যাদের

ফুটবল মাঠে প্রাণ হারিয়েছেন যারা

ফুটবল মাঠে প্রাণ হারিয়েছেন যারা

হার্ট প্রতিস্থাপনের পরও ফুটবল মাঠে ১৪ বছরের তরুণী

হার্ট প্রতিস্থাপনের পরও ফুটবল মাঠে ১৪ বছরের তরুণী

সোনালী সময়ের কিংবদন্তি ফুটবলার মুন্না

সোনালী সময়ের কিংবদন্তি ফুটবলার মুন্না