করোনায় বিপর্যস্ত ব্রাজিল কোপা আমেরিকা আয়োজনে যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে হোটেলে নারীদের নিয়ে পার্টি করে বিতর্কের জন্ম দিল চিলির ফুটবলাররা। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তোলপাড়। আতুর্তো ভিদাল-এডুয়ার্ডো ভারগাসও ছিলেন ওই পার্টিতে। বিষয়টি প্রমাণিত হলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে দেশে।
দলটির পাঁচ ফুটবলারের এমন স্পর্শকাতর ব্যাপারে কঠোর অবস্থানে কর্মকর্তারা। জৈব সুরক্ষা বলয়ে যেখানে বাইরের কারও প্রবেশই নিষেধ সেখানে এমন কান্ড আবারও ঝুঁকিতে ফেলে দিল কোপা আমেরিকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
চিলির টিম ডিরেক্টর মারটিন লাসারতে ব্যাপারটিকে গুরুত্ব সহকারে দেখার কথা জানান। একই সাথে জড়িতদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে তাদের উপযুক্ত শাস্তির পাশাপাশি দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তও নেয়া হবে বলে জানান মারটিন।
অভিযুক্ত পাঁচ ফুটবলারের নাম প্রকাশ করেছে মার্কা। জন মেনেসেস, আতুর্তো ভিদাল, এডুয়ার্ডো ভারগাস, গ্যারি মেডেল, পাবলো গালদামেস এবং পাবলো আরানগুইজের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
এর আগে বাইরে থেকে হেয়ার ড্রেসারকে হোটেলে ডেকে চুল কাটিয়েছিলেন ভিদাল ও মেডেল। জৈব সুরক্ষা বলয় ভাঙ্গায় সেবার দুজনকে ৩০ হাজার ডলার করে জরিমানা করেছিল কনমেবল।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]