হারের দায় নিজেই নিলেন পর্তুগাল কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৮ এএম, ২১ জুন ২০২১
হারের দায় নিজেই নিলেন পর্তুগাল কোচ

ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত গোলে শুরুতেই এগিয়ে যায় পর্তুগাল। তবে চার মিনিটের ব্যবধানে পর পর দুটি আত্মঘাতী গোলে পিছিয়ে যায় তারা। শেষ পর্যন্ত ৪-২ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। এমন পরাজয়ের পর খেলোয়াড়দের নয়, নিজের উপরই দায় নিলেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস।

জার্মানদের বিপক্ষে কৌশলে পরিবর্তন করেছিলেন কোচ সান্তোস। কিন্তু সেই কৌশল ম্যাচে কাজে দেয়নি। তাছাড়া পর্তুগালের রক্ষণের দুর্বলতাও চোখে পড়ে বেশ। কোচ মনে করেন মাঝমাঠে একজন খেলোয়াড়ের অভাব অনুভব করেছে দল।

তিনি বলেন, 'মাঝমাঠে আমরা কৌশলে একটু পরিবর্তন এনেছিলাম। মাঝ মাঠে ওদের খেলোয়াড়দের চাপ দিতে চেয়েছি।
পরিকল্পনা ছিল যে আমাদের ফুল-ব্যাকরা ওপরে উঠে আক্রমণে সাহায্য করুক। তবে মাঝমাঠে একজন খেলোয়াড়ের অভাব ছিল আমাদের। এটা আসলে আমার কৌশল ছিল। সবকিছুর জন্য আমিই দায়ী।'

সান্তোস আরও বলেন, 'প্রথমার্ধে ওরা শুধু দুটি ফাউলের শিকার হয়েছে। ওদের যদি থামাতে না পারি, বল পজেশন নিয়ে যদি আমরা সমস্যায় থাকি তাহলে তো ভুগতেই হবে। আমার খেলোয়াড়দের ডান পাশটা কভার করতে হতো। আমি আমার খেলোয়াড়দের দোষ দিতে চাই না।'

পরবর্তী ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ ফ্রান্স। ফ্রান্সের বিপক্ষে যে ম্যাচটি সহজ হবে না তা জানেন কোচও। পরবর্তী রাউন্ডে যেতে হলে জয়ের বিকল্প নেই তাদের হাতে।

পর্তুগিজ কোচ বলেন, 'আমরা পরের রাউন্ডে যেতে পারব কী না সেটা আমাদের হাতেই। ফ্রান্সের বিপক্ষে যেভাবেই হউক ঘুরে দাঁড়াতে হবে আমাদের।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

পেনাল্টি মিসে কপাল পুড়লো স্পেনের

পেনাল্টি মিসে কপাল পুড়লো স্পেনের

ফ্রি ট্রান্সফারে ডিপেকে দলে ভেড়ালো বার্সেলোনা

ফ্রি ট্রান্সফারে ডিপেকে দলে ভেড়ালো বার্সেলোনা

রোনালদোর রেকর্ড ছোয়ার দিনে পর্তুগালের লজ্জাজনক পরাজয়

রোনালদোর রেকর্ড ছোয়ার দিনে পর্তুগালের লজ্জাজনক পরাজয়

ভারতে মরিনহোর চেয়েও নিজেকে এগিয়ে রাখলেন  স্টিমাচ

ভারতে মরিনহোর চেয়েও নিজেকে এগিয়ে রাখলেন স্টিমাচ