নতুন মৌসুমের দল বদলে বার্সেলোনার যেন হয়ে উঠেছে সোনায় সোহাগা। কোন ট্রান্সফার ফি ছাড়াই একের পর এক বড় তারকাকে দলে ভেড়াচ্ছে তারা। আর্থিক টানাপোড়েনের মধ্যেই দলে আসছেন সব তারকা ফুটবলার। সার্জিও আগুয়েরো, এরিক গার্সিয়ার পর এবার ন্যু ক্যাম্পে তরি ভেড়ালেন ডাচ ফরওয়ার্ড মিম্ফেস ডিপে।
ডাচ ফরওয়ার্ড ডিপের সাথে চুক্তির বিষয়টি চূড়ান্ত করে ফেলেছে বার্সেলোনা। শনিবার (১৯ জুন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বার্সেলোনা। ফরাসি ক্লাব লিওর সাথে চুক্তি নবায়ন না করায় এ মাসের শেষেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন ডিপে। এ কারণে বার্সাকে কোনো ধরনের টাকা খরচ করতে হচ্ছে না।
নেদারল্যান্ডের কোচ রোনাল্ড কোম্যানের হাতে দায়িত্ব দেওয়ার পর থেকেই ডাচ ফুটবলারদের দিকে নজর দিয়েছে বার্সেলোনা। আগে থেকেই ডিপেকে ন্যু ক্যাম্পে নিয়ে আসতে চাচ্ছিল বার্সা বোর্ড। তবে লিওর সাথে বনিবনা না হওয়ায় ন্যু ক্যাম্পে আসতে পারছিলেন না ডিপে। এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে মেসিকে সতীর্থ হিসেবে পাচ্ছেন ডিপে।
আরও পড়ুন> ফ্রিতে বার্সায় যোগ দিচ্ছেন ডিপে
চলতি ট্রান্সফার সিজনে দলে ফ্রি ট্রান্সফার ফিতে বার্সালোনায় যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড সার্জিও আগুয়েরো এবং ডিফেন্ডার এরিক গার্সিয়া।
নেদারল্যান্ডের হয়ে ইউরো খেলতে ব্যস্ত আছেন মেম্ফিস ডিপে। ডাচদের হয়ে ইউরো যাত্রা শেষ হলেও আনুষ্ঠিনক চুক্তি সেরে ফেলবে বার্সেলোনা। চুক্তি অনুযায়ী ২০২৩ সালের জুন পর্যন্ত বার্সায় থাকবেন তিনি।
সর্বশেষ মৌসুমে লিওর হয়ে ২০ গোল করা ডিপে এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন। এছাড়াও পিএসভি আইন্দহফেনে খেলার অভিজ্ঞতা আছে ২৭ বছর বয়সী এ ফরওয়ার্ডের। ক্লাবের সেই পুরাতন ফর্মকে জাতীয় দলেও নিয়ে এসেছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]