বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল (বিপিএল) শুরুর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। পূর্ব নির্ধারিত তারিখের চেয়ে তিনদিন পিছিয়ে নতুন তারিখ ঠিক করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশ (বাফুফে)। শনিবার (১৯ জুন) লিগ কমিটির ভার্চুয়াল মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
পূর্বের সূচি অনুযায়ী ২২ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল বিপিএলের বাকি ম্যাচগুলো। কিন্তু জাতীয় দলের খেলোয়াড়েরা কাতার থেকে ফিরে এখনও কোয়ারেন্টাইনে থাকায় ২২ তারিখের পরিবর্তে ২৫ জুন লিগ শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে। যদিও রেলিগেশন জোনে থাকা ক্লাবগুলো আরও সময় চেয়েছিল, তবে বাফুফে তা নাকচ করে দেয়।
ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় লেগের চার রাউন্ডের সব ম্যাচ অনুষ্ঠিত হয়েছে করোনার জন্য। এখনও করোনা সংক্রমণ বাড়তির দিকে থাকলেও আবহাওয়ার কারণে বাধ্য হয়েই চার ভেন্যুতে লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
উত্তর বারিধারার হোম ভেন্যু টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামের ব্যাপারে এখনও ক্লাব নিশ্চয়তা না দিলেও প্রস্তুত রয়েছে আরামবাগের মুন্সিগঞ্জ স্টেডিয়াম, বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডানের কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম।
এদিকে, লিগের অনেকাংশ শেষ হয়ে গেলেও ক্লাবগুলো অংশগ্রহণ ফি পেয়েছে মাত্র ৩ লাখ করে। ভার্চুয়াল সভায় আরামবাগ ক্লাব লিগের অংশগ্রহণ ফি প্রদানের জন্য বাফুফের কাছে জোর দাবি জানায়। বাফুফের পক্ষ থেকে অতি দ্রুত সময়ের মধ্যে তা পরিশোধের ব্যাপারে আশ্বাস প্রদান করা হয়।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]