অবশেষে এরিকসনের শরীরে ‘হার্ট স্টার্টার’ বসানো সম্পন্ন হলো। কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হওয়া ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনের সফল অস্ত্রোপাচারের পর হাসপাতাল ছেড়েছেন তিনি। হাসপাতাল শেষে বাড়িতে যাওয়ার আগেই গিয়েছেন আবারও মাঠে, দেখা করেছেন সতীর্থদের সাথে। অনেকটাই শঙ্কামুক্ত হয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
এক বিবৃতিতে এরিকসেন সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের অবস্থাও তুলে ধরেন। তিনি জানান, ‘অনেক অনেক শুভেচ্ছা বার্তার জন্য সবাইকে ধন্যবাদ। অস্ত্রোপচার ভালোভাবে হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে আমি ভালো আছি। সতীর্থদের সঙ্গে আবারও দেখা হওয়াটা দারুণ। গত রাতে তারা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে।’
এরিকসেনের শরীরে ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলেটর (আইসিডি) বসানো হয়েছে। এটি পেসমেকারের মতো একটি ছোট ইলেকট্রোনিক ডিভাইস, যা কার্ডিয়াক অ্যারেস্ট প্রতিরোধ করে হৃদস্পন্দন স্বাভাবিক রাখার কাজ করে।
শনিবার (১২ জুন) রাতে ফিনল্যান্ড বনাম ডেনমার্কের ম্যাচে হঠাৎ মাঠের মধ্যে পড়ে যান এরিকসন। মাঠের মধ্যে ১০ মিনিট চিকিৎসা করার পর হাসপাতালে নেয়া হয় তাকে। জ্ঞান ফিরলেও কী কারণে তিনি পড়ে গিয়েছিলেন তা স্পষ্ট নয়। পরে জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]