প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ড্র করার পর একটি জয় বড্ড দরকার ছিল আর্জেন্টিনার। চিলির বিপক্ষে পূর্ণ পয়েন্ট বের করতে না পারলেও উরুগুয়ের বিপক্ষে অবশেষে কাঙ্ক্ষিত জয় পেলো আর্জেন্টিনা। এমন জয়ের পর দলটির অধিনায়ক লিওনেল মেসি জানান, এই জয় তাদের মানসিক শান্তি দিবে।
শনিবার (১৯ জুন) লিওনেল মেসির এ্যাসিস্ট থেকে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন গুইদো রদ্রিগেজ। ম্যাচে দারুণ খেলার পুরস্কার হিসেবে ম্যাচ সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। ম্যাচ শেষে নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে মেসি লিখেন, 'চলো যাই (সামনে এগিয়ে)। আজকের জয়টা জরুরি ছিল। যে ফল এসেছে তা আমাদের মানসিক শান্তি দিবে। যা সামনে আসবে তা কঠিন হবে।'
আরও পড়ুন: উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার স্বস্তির জয়
মেসির সুরে কথা বলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তিনি জানান, দল হিসেবে ভালো খেললেও ফল আসছিল না। উরুগুয়ের বিপক্ষে সবাই ভালো খেলেছে বিধায়ই আর্জেন্টিনা জিতেছে বলে অভিমত তার।
গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, 'আমরা ভালো খেলছিলাম কিন্তু জয় পাচ্ছিলাম না। দল হিসেবে জয় পেতে আমরা ব্যর্থ হচ্ছিলাম। উরুগুয়ের বিপক্ষে আমরা রক্ষণ সামলিয়ে আক্রমণে উঠেছি এবং একটি ভালো ফল পেয়েছি।'
আর্জেন্টিনা কোপা জয়ের জন্যই ব্রাজিলে পা রেখেছে বলে জানান তিনি। একই সাথে জানান প্রতিপক্ষ সামনে যে ই হউক না কেনো, কাউকে ভয় পায় না তার দল।
তিনি বলেন, 'আমরা এখানে কোপা জিততে এসেছি। আমাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড়, ভালো একজন কোচ আছেন যিনি প্রতি ম্যাচে দারুণ পরিকল্পনা সাজান। আমরা সব দলকেই শ্রদ্ধা করি, তবে কোন দলকেই ভয় পায় না।'
দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, সমান পয়েন্ট নিয়ে চিলি রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। তিনে আছে প্রথম ম্যাচে জেতা প্যারাগুয়ে। আর এখনও পয়েন্টের খোঁজে উরুগুয়ে ও বলিভিয়া।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]