বাংলাদেশ ফুটবল দল; অর্থের অভাব যেমন-তেমন, শক্তি-সামর্থ্যে পিছিয়ে রয়েছে বেশ। তবে শক্তি বাড়াতে বসে নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নিজেদের শক্তি বাড়াতে প্রবাসী ফুটবলারের দিকে দৃষ্টি দিচ্ছে ফেডারেশন। জামাল ভূঁইয়া-তারিক কাজীর পর এবার সেই তালিকায় আছেন বসুন্ধরা কিংসের হয়ে খেলা এলিটা কিংসলে এবং কাতার ও ইংল্যান্ড প্রবাসী আরও দুই বাংলাদেশি ফুটবলার।
কাতারে বিশ্বকাপ বাছাইপর্বে আফগানিস্তান, ভারত এবং ওমানের সাথে ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। বাছাইপর্বে শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও বাকি দুই ম্যাচে হেরে গেছে জামাল ভূঁইয়ারা। ভারতের ২-০ গোলে এবং ওমানের বিপক্ষে ৩-০ গোলে হেরে গেছে বাংলোদেশ।
বিশ্ব ফুটবলে বাংলাদেশের বর্তমান র্যাংকিং ১৮৪। নিজেদের অবস্থান আরও এগিয়ে নিতে শক্তি বাড়ানোর বিকল্প নেই বাংলাদেশের সামনে। সে দিকেই নজর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ কোচ জেমি ডে’র।
আরও পড়ুন> বসুন্ধরা কিংসের এলিটা কিংসলে এখন পূর্ণ বাংলাদেশি
জানা গেছে, প্রবাসী বাংলাদেশি ফুটবলার ওবায়দুর রহমান নবাব ও মাহদি ইউসুফ খানকে জাতীয় দলে ভেড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। কাতার প্রবাসী ওবায়দুর রহমান নবাব ও ইংল্যান্ড প্রবাসী মাহদি ইউসুফ খান দু’জনই বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন।
তাদের দু’জনকে ছাড়াও সম্প্রতি বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলেও একই তালিকায় রয়েছেন। তবে তাদের তিনজনকেই দলে নিতে বেশ কিছু কাজ করতে হবে।
দুই প্রবাসী ওবায়দুর রহমান নবাব ও মাহদি ইউসুফ খানকে যেকোন সময় জাতীয় দলে ডাকা হবে বিষয়টি এমনও নয়। এছাড়া বাংলাদেশ চাইলেই তাদের দলে ভেড়াতে পারবে না। এ জন্য নানা প্রক্রিয়াও রয়েছে। তবে তাদেরকে চাইলেই যেন দলে ভেড়ানো সম্ভব হয় সে বিষয়ে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
আরও পড়ুন> এশিয়ার সবচেয়ে কম বয়সী ফুটবলার বাংলাদেশের রিমন
বাফুফে সূত্রে জানা গেছে, কাতার প্রবাসী ওবায়দুর রহমান নবাবের বিষয়ে ইতিমধ্যে ফিফার কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছে বাফুফে। এখন শুধু কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার বাকি। এছাড়া ইংল্যান্ড প্রবাসী মাহদি ইউসুফ খানকেও দলে ভেড়াতে ফিফার কাছে আবেদন করেছে বাফুফে।
অন্যদিকে, সম্প্রতি বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলের জন্যও ফিফার অনুমোদন লাগবে। সে বিষয়েও প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দেশের ফুটবল ফেডারেশন-বাফুফে।
বাংলাদেশ ফুটবল দলের বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়াও প্রবাসী ফুটবলার। ২০১৩ সালে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার বাংলাদেশ দলে অভিষেক হয়। তার ৮ বছর পর ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী খেলছেন দেশের জার্সিতে।
নিষেধাজ্ঞার কারণে জামাল ভূঁইয়া শেষ ম্যাচে খেলতে না পারলেও সদ্য সমাপ্ত কাতারে বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচেই খেলেছেন তারিক কাজী।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]