করোনাভাইরাস মহামারির মধ্যে চলছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এবারের আসর। নির্দিষ্ট কোনো দেশ নয় পুরো ইউরোপ জুড়েই চলছে ইউরোর এবারের আসর। ইউরো ২০২০ এর আসরের ফাইনাল লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সেখান থেকে সরতে পারে ইউরোর ফাইনাল।
করোনাভাইরাস মহামারির কারণে ব্রিটেনে প্রবেশের পর ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হয়। এ কারণে ইউরোর ফাইনালে যুক্তরাজ্যের বাইরের দেশগুলো থেকে দর্শক নাও আসতে পারেন। এ কারণে খালি থেকে যেতে পারে স্টেডিয়ামের অধিকাংশ আসন।
চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত যুক্তরাজ্যে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন চালু থাকবে। এ মেয়াদ না বাড়ানোর জন্য অনুরোধ করবে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
এ বিষয় নিয়ে ব্রিটেন সরকারে সাথে আলোচনা করবে উয়েফা। এছাড়াও ইউরোর শেষ ১৬ এর রাউন্ড থেকে ওয়েম্বলি স্টেডিয়ামে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিবে উয়েফা।
তবে শেষ পর্যন্ত যদি কোয়ারেন্টাইন ইস্যুতে যুক্তরাজ্য সরকার অনড় থাকে তাহলে ওয়েম্বলিতে হবে না ইউরোর ফাইনাল। উয়েফা চাইছে দর্শকদের জন্য কোয়ারেন্টাইন না রাখতে এবং তাদের জন্য আলাদা যানবাহনের ব্যবস্থা করতে। যাতে অন্য দেশ থেকে আসা দর্শকরা সহজেই ফাইনাল ম্যাচ দেখতে পারে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]